ঢাকা, ২৫ মার্চ - করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। (মঙ্গলবার) বাফুফে ভবনে প্রফেশনাল লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে লিগ স্থগিত ছিল ৩১ মার্চ পর্যন্ত। সভায় বসুন্ধরা কিংস এবং মোহামেডান ছাড়া বাকি সব ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জরুরি সভা ডেকে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে। দীর্ঘদিন লিগ বন্ধ থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিয়ে। আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় কোনো ক্লাবের বিদেশি ফুটবলারই দেশে যেতে পারেনি। ক্যাম্প বন্ধ করে স্থানীয় ফুটবলারদের ছেড়ে দিলেও বিদেশিরা রয়েছেন ক্লাবের তত্ত্বাবধানে। প্রসঙ্গটি উঠেছিল লিগ কমিটির সভায়। তবে এ নিয়ে ক্লাবগুলোকে কোনো আশার কথা শোনাতে পারিনি লিগ কমিটি। বাফুফে থেকে তাদের বলা হয়েছে খেলোয়াড়দের চুক্তি ক্লাবগুলোর সাথে। কোনো ক্লাব চাইলে সমঝোতার ভিত্তিতে তাদের খেলোয়াড় ছেড়ে দিতে পারে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xZYqZA
March 25, 2020 at 05:41AM
25 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top