মুম্বাই, ২৩ মার্চ - হাতে এখন অখণ্ড অবসর। করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়েছে আইপিএল। মুম্বাই পাড়াতেও অবসর। নেই শুটিং। তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গৃহবন্দি এ সময়টাতে তারা মেতে উঠেছেন প্রেমে। আবার কখনো করোনা নিয়ে সচেতনতার ভিডিও পোস্ট করছেন, আবার কখনো বা কীভাবে হাত পরিষ্কার রাখতে হবে, সে বিষয়ে টিপস দিচ্ছেন অনুরাগীদের। শনিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। নো মেকআপ লুক, আর বিরাটের ফানি ফেস-এর ওই সেলফির ক্যাপশন দেখেই আঁচ করা যায়, হঠাৎ পাওয়া এ অবসরে দুজনই মজেছেন প্রেমে। আনুশকা লিখেছেন, এই সেলফ আইসোলেশনই আমাদের বিভিন্নভাবে নিজেদের ভালোবাসতে সাহায্য করছে। আর তাতেই বিরুশকার অত্যুৎসাহী বিরাট ফ্যানকূল গন্ধ খুঁজছে সুখবর-এর। একজন লিখেছেন, খুব তাড়াতাড়ি যেন সুখবর শুনতে পাই। সে ব্যক্তির কথাকে সমর্থন করে বেশ কয়েকজনের মন্তব্য, এই রকমটাই তো বলতে চেয়েছিলাম। যদিও সেলেব দম্পতি এ প্রতিকূল পরিস্থিতিতে এরকম মজার ছবি পোস্ট করায় সমালোচনাও করেছেন অনেকে। বিতর্ক থাকুক, আপাতত এটাই সত্যি যে করোনা নিয়ে যাবতীয় সাবধানতা অবলম্বন করেই বিরাট-আনুশকা মজেছেন প্রেমে। এন এইচ, ২৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xjXYVG
March 23, 2020 at 04:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top