কলকাতা, ৩০ মার্চ- উত্তরবঙ্গে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু। এদিন ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে কালিম্পং-এর ৪৪ বছর বয়সী মহিলার। ২৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপরেই নমুনার রিপোর্ট পজেটিভ আসে। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয় ২৩ মার্চ। দমদমের প্রৌঢ়ের মৃত্যু হয় সল্টলেকের বেসরকারি হাসপাতালে। ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যালে: অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকায় ওই মহিলাকে ২৬ মার্চ উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়েছিল। তাঁকে যে চিকিৎসক চিকিৎসা করছিলেন তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং এইতআইভি নিয়েও গবেষণা রয়েছে তাঁর। দক্ষিণ ভারত যাত্রার ইতিহাস: পরিবার সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ৭ মার্চ গিয়েছিলেন দক্ষিণ ভারতে। ফিরে আসেন ১৯ মার্চ। তিনি গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। এরপর ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বিদেশ যাত্রা করেছিলেন কিনা তা খতিয়ে দেখথে পুলিশ। আইসোলেশনে পরিবারের সদস্যরা: মৃত ওই মহিলার পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। সংস্পর্শে আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নজরদারি: ওই মহিলার সংস্পর্শে আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এম এন / ৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dD7FPV
March 30, 2020 at 07:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top