ঢাকা, ১৭ মার্চ - বিকেলেই বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি নির্দেশ দিয়েছিলেন ঘরোয়া সব খেলাধুলা স্থগিত করার। সেই নির্দেশ শুনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনটি প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা দেয়। এবার সেই তালিকায় যোগ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও। ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বিকেলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিসিডিএম-এর কর্মকর্তারা। সেখানেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। ১৮ এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মোট ৬টি ম্যাচ। করোনাভাইরাসের কারণে ওই দুইদিনের খেলা স্থগিতের ঘোষণা দিলো বিসিবি। স্বাস্থ্য এবং জননিরাপত্তা সম্পর্কিত পরামর্শগুলো মেনে চলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QnQjMZ
March 17, 2020 at 04:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top