করোনার প্রাদুর্ভাবে একের পর এক খেলা বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটি ম্যাচ রুদ্ধদ্বারে আয়োজন করা হলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ভাইরাস আতঙ্কে স্থগিতই করতে হচ্ছে সব। এবার করোনার প্রভাব পড়লো ইংলিশ প্রিমিয়ার লিগেও। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ লিগের আসন্ন সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ ম্যাচে দর্শকশূন্য মাঠে খেলা হলেও করোনার আক্রমণ থেমে নেই। খেলোয়াড়-কোচদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি। সম্প্রতি পজিটিভ হিসেবে ধরা পড়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। চেলসির উইঙ্গার কলাম হজসন-ওদোইও করোনা আক্রান্ত। আর্সেনাল, এভারটন, লেস্টার সিটি আর ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উয়েফা আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগের ম্যাচগুলো স্থগিত করেছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়। শুক্রবার জরুরী মিটিংয়ে বসেন প্রিমিয়ার লিগের কমকর্তারা। সেখানে পুরো লিগই ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IHEgpz
March 14, 2020 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top