সিলেট, ০২ মার্চ - জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা হয়তো কখনোই জানতে পারবেন না, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিংবা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কতটা স্বস্তি তিনি ফিরিয়ে এনেছেন আলগা একটি শটের মাধ্যমে। তাকে আউট করেই লম্বা একটা উইকেট খরা কাটালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একইসঙ্গে হয়তো দেশের ক্রিকেটেও এটি বয়ে আনবে স্বস্তির সুবাতাস। ম্যাচের আগেরদিন (শনিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টানা পাঁচ ম্যাচ ধরে মাশরাফির উইকেটশূন্য থাকার প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল তার আত্মসম্মানের বিষয়েও। যা শুনে বেশ ক্ষেপেই গিয়েছিলেন টাইগার অধিনায়ক। উত্তর দিয়েছিলেন কড়া ভাষায়। আজ (শুক্রবার) ম্যাচ শুরুর আগ পর্যন্ত মাশরাফির বক্তব্যই ছিলো দেশের ক্রিকেটের হট টপিক। নিজের ওপর আসা সকল প্রশ্নের জবাব দিতে মাশরাফির দরকার ছিলো ভালো বোলিং এবং উইকেট পাওয়ার। লিটন দাসের ঝকঝকে সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরি আর মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ক্যামিওতে ৩২২ রানের সংগ্রহ দাঁড় করানোর পর মাশরাফির সামনে মঞ্চটাও ছিলো প্রস্তুত। তবু নিজের বোলিং ইনিংসে নতুন বলে আক্রমণে আসেননি টাইগার অধিনায়ক। প্রথম ছয় ওভার করালেন দুই তরুণ মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানকে দিয়ে। সাইফউদ্দিনের হাত ধরে জোড়া সাফল্য আসার পর সপ্তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন সকলের মনোযোগের কেন্দ্রে থাকা বোলার মাশরাফি। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি তার। প্রথম ওভারেই দুই বাউন্ডারি হজম করে খরচা ১০ রান। সাইফ-মোস্তাফিজের দারুণ শুরুর পর মাশরাফির ওভারে যেনো পথ খুঁজে পায় জিম্বাবুয়ে। আর মাশরাফির নিজের সামনেও যেনো ফিরে ফিরে আসছিল বিশ্বকাপের দুঃস্বপ্ন। যেখানে ৯ ম্যাচে মাত্র ১টিই উইকেট পেয়েছিলেন তিনি। উইকেটশূন্য ছিলেন সবশেষ পাঁচ ম্যাচে। সেই দুঃস্বপ্নকে এবার সত্যি হতে দেননি টাইগার অধিনায়ক। নিজের দ্বিতীয় ওভারেই ফিরে আসেন সেরা ছন্দে। পুরস্কার পান লাইন-লেন্থ ধরে রেখে বোলিং করার। মাশরাফির দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ত্রিশ গজের ওপর দিয়ে শট খেলতে চেয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক চিবাবা; কিন্তু পারেননি মাশরাফির পেস ভ্যারিয়েশনের কারণে, ধরা পড়েন মিডঅনে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। এ উইকেটের মাধ্যমে পাঁচ ম্যাচ পর সাফল্যের দেখা পেলেন বোলার মাশরাফি। যা তার পেশাদার ক্যারিয়ারের উইকেটসংখ্যাকে নিয়ে গেছে ৬৯৯-এ এবং অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে তার উইকেট এখন ৯৯টি। আর মাত্র ১ উইকেট পেলেই একশ এবং সাতশ পূরণ হবে টাইগার অধিনায়কের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VATnJ2
March 02, 2020 at 01:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top