ঢাকা, ১০ মার্চ - নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের ম্যাচ মানেই বড় জয় নিয়ে মাঠ ছাড়া। বরং দেখার থাকে জয়ের ব্যবধানটা কত গোলের আর কে কয়টা গোল করেন। জাতীয় দলের সব দক্ষ ফরোয়ার্ডই যে এই দলে! সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, মারিয়া মান্দা আর মনিকা চাকমারা যখন এক দলে তখন কে বেশি গোল করবেন মাঠে সে প্রতিযোগিতাও চলে তাদের মধ্যে। বিশেষ করে সাবিনা ও কৃষ্ণার মধ্যে অন্যরকম এ লড়াইটা চলছে মাঠে। দেশের দুই সেরা ফরোয়ার্ডের এই লড়াইয়ের বলি হচ্ছে প্রতিপক্ষরা। এক কথায় তাদের সামনে পিষ্ঠ হচ্ছে অন্য দলগুলো। চারটি ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংস। সবগুলো জিতেছে। চার ম্যাচে গোল করেছে ৪০টি। এর মধ্যে ১৮টিই করেছেন সাবিনা ও কৃষ্ণা। সাবিনা খাতুন টানা ৩ ম্যাচে হ্যাটট্রিক করার পর কাল চতুর্থ ম্যাচে থেমেছেন। করেছেন জোড়া গোল। চার ম্যাচে তার গোল ১১ টি। অন্য দিকে কৃষ্ণার গোল ৭ টি। চতুর্থ ম্যাচে কৃষ্ণা পিছিয়ে পড়েছেন কোনো গোল না পেয়ে। আগের ৩ ম্যাচের ৭ গোল নিয়েই তিনি পেছনে ছুটছেন সাবিনার। সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে বসুন্ধরা কিংস ৬-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। দুটি করে গোল করেছেন সাবিনা ও মারিয়া মান্দা। বাকি ২ গোল তহুরা ও রিপার। অন্য ম্যাচে জামালপুরের কাচারিপাড়া একাদশ ৫-০ গোলে হারিয়েছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে। হ্যাটট্রিক করেছেন জান্নাত ইসলাম। একটি করে গোল ছোঁয়া ও অনিকার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TC5bcv
March 10, 2020 at 03:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top