সিলেট, ০৬ মার্চ - আভাস পাওয়া গিয়েছিল আগেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন প্রায় ঘোষণাই দিয়েছিলেন যে অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষেই শেষবারের মতো নামছেন মাশরাফি বিন মর্তুজা। তবু বাকি ছিলো আনুষ্ঠানিকতা। যা হয়ে গেলো আজ (বৃহস্পতিবার)। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মাশরাফি। জানালেন (শুক্রবার) ম্যাচের পর তিনি খেলোয়াড় হিসেবে থাকবেন দলে, অধিনায়ক হিসেবে আর নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি ঘোষণা এটি। যা ছুঁয়ে গেছে দীর্ঘদিন ধরে মাশরাফির সঙ্গে খেলা সতীর্থদেরকেও। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের সাক্ষর করতে এসে মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। সবারই এক ভাষ্য, অধিনায়ক হিসেবে মিস করবেন প্রিয় মাশরাফি ভাইকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ও দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মুশফিকুর রহীম বলেন, মাশরাফি ভাইয়ের বিকল্প কোনোদিন আসবে না। উনি আমাদের পরিবারের একটা অংশ। অবশ্যই আমাদের জন্য একজন বড় ভাই তিনি। অবশ্যই অধিনায়ক হিসেবে তার সার্ভিস মিস করবো। আপনারা জানেন, উনি যখন আমাদের দলের হাল ধরেছিলেন, তখন দলের চেহারাটাই বদলে দিয়েছিলেন। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও অনেক কিছু বদলেছেন তিনি। অবশ্যই তাকে মিস করবো। আশা করছি, উনি যতদিন খেলোয়াড় হিসেবে চালিয়ে যাবেন তার সঙ্গে খেলার অভিজ্ঞতাটাও দারুণ। আশা করছি তিনি যেনো সুস্থ্য থাকেন এবং বাংলাদেশ দলকে অনেক কিছু দিতে পারেন। অবশ্যই তিনি অধিনায়ক হিসেবে অনেক দিয়েছেন। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের ভাষ্য, আজকে আমাদের একটা অবস্থান আছে ওয়ানডে ক্রিকেটে। এটা ওনার (মাশরাফি) হাত ধরেই আসা। আমরা ২০১৪-১৫তে একটা অবস্থানে ছিলাম। উনি সেখান থেকে আজকে একটা নিয়ে এসেছেন। বিশ্ব ক্রিকেট এখন আমাদের ওয়ানডে ক্রিকেটে অনেক মূল্যায়ন করে। এটার বড় কৃতিত্ব আমি তাকে দিবো। উনি বাংলাদেশ দলের হয়ে যা অর্জন করেছেন তা খেলোয়াড়, ক্রিকেট বোর্ড বা সমর্থকরা কোনোদিন ভুলবে না। আমি তার জন্য শুভকামনা জানাই। তিনি এখনও দলের খেলার জন্য প্রস্তুত। এটাই আশা করবো উনি আরও অনেকদিন আমাদের সাথে খেলবেন। পঞ্চপান্ডবের চার সদস্যের মধ্যে মাশরাফির সবচেয়ে কাছের ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সের কারণে হোক কিংবা অভিজ্ঞতার কারণেই হোক, মাশরাফির মনোজগতে মাহমুদউল্লাহর বিচরণ ছিলো অনেক। সে অভিজ্ঞতা থেকেই মাহমুদউল্লাহ জানিয়েছেন ব্যক্তি মাশরাফি যতোটা অসাধারণ, তার চেয়ে বেশি ছিলেন অধিনায়ক মাশরাফি। মাহমুদউল্লাহ বলেন, আমি যেটা বলতে চাই, মাশরাফি ভাই যখন অধিনায়ক ছিলেন, ভাই, বন্ধু বা অধিনায়ক যাই বলেন, আমি পুরো সময়টা খুব উপভোগ করেছি। আজ প্রায় ছয় বছর হলো উনি অধিনায়কত্ব করেছেন। মাশাআল্লাহ অনেক সাফল্যও পেয়েছেন। তো আমি ওনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং এটায় কোনো সন্দেহ নেই যে উনি বাংলাদেশের একজন কিংবদন্তি খেলোয়াড়। সবসময়ই দোয়া করবো, উনি যেনো ভালো থাকেন। ব্যক্তি মাশরাফি ভাই আউটস্ট্যান্ডিং, অধিনায়ক মাশরাফি ভাই মোর দ্যান আউটস্যান্ডিং। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস বলেন, (মাশরাফি ভাইকে) মিস তো করবই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা অধিনায়ক তিনি। ক্রিকেটারদের যেভাবে সমর্থন করে গেছেন, এটা বলার মতো নয়। বিশেষ করে জুনিয়র ক্রিকেটোরদের। আমার যখন অভিষেক হয়, উনার নেতৃত্বে খেলেছি। আমার জন্য সেটি বড় পাওয়া। আমার পাশে থেকেছেন সবসময়। নতুন যারাই আসে দলে, সবাইকে সমর্থন করেন। অধিনায়ক যখন একজন ক্রিকেটারকে এত জোর দিয়ে পাশে থাকে, সেটা অনেক বড় ব্যাপার। উনার ভেতর এই ব্যাপারটি অনেক বেশি আছে। আমরা তাকে অনেক মিস করব। বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান অল্প কথায় জানান, সিদ্ধান্তটা জানার পর থেকেই মন খারাপ। ভাইয়ের কোনো ব্যখ্যা নাই আমার কাছে। আমাকে তিনিই নিয়ে এসেছিলেন দলে। আমার মন এখনও খারাপ। ডানহাতি পেসার আল-আমিন হোসেন বলেন, অধিনায়ক হিসেবে তো বাংলাদেশের সবচেয়ে সফল। তিনি যতদিন খেলেছেন আমাদের আগলে রেখেছেন। কখনও অভ্যন্তরীণ বা বাইরের নেতিবাচক বিষয়গুলো আমাদের বুঝতেই দেননি, তিনি দারুণভাবে সব সামলেছেন। তিনি অধিনায়ক হিসেবে আরও কিছুদিন আমাদের সাথে থাকলে ভালো হতো। কিন্তু এ বিষয়গুলো নীতি-নির্ধারক যারা আছে, তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। অধিনায়ক হিসেবে কালকেই ম্যাচটাই তার শেষ। আমি দোয়া করবো, ভাই যেনো খেলোয়াড় হিসেবে হলেও আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকেন। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম জানান, আমার ক্ষেত্রে বলবো না, বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই মাশরাফি ভাইয়ের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন নতুন জাতীয় দলে ঢুকছি, আসলে তখনের সহায়তাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যেকোনো পর্যায়ের ক্রিকেটারের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। এদিক থেকে মাশরাফি ভাইয়ের সাপোর্টটা একটু অন্যরকম ছিলো। আর আমরা অধিনায়ক বলেন আর ব্যক্তি মানুষ হিসেবেই বলেন, আমরা তাকে অনেক মিস করবো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ilh3cs
March 06, 2020 at 02:03AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.