ওয়েলিংটন, ২৭ মার্চ - এখন কোনো ক্রিকেট নয়, এখন কোনো ফুটবল নয়- প্রায়ই এসব কথা বলে বেড়াচ্ছেন ফুটবল কোচ,ক্রিকেট কোচ কিংবা খেলোয়াড়রা। করোনা পরিস্থিতির কারণে এখন জীবন বাঁচানোই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সারা পৃথিবীর সাতশত কিংবা আটশত কোটি মানুষের সামনে। আর এই জীবন বাঁচানোর জন্য অন্যতম যোদ্ধা হচ্ছেন ডাক্তার এবং নার্সরা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের মতে, এখন প্রকৃত যোদ্ধা হচ্ছেন ডাক্তার এবং নার্সরা। ক্রিকেটে প্রায়ই শোনা যায় চাপের কথা; কিন্তু আসল চাপ কী, তা এখন বুঝতে পারছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। কিউই অধিনায়ক উইলিয়ামসন এমনই মনে করছেন। নিজের দেশের পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ড-এ উইলিয়ামসন একটি খোলা চিঠি লিখলেন। করোনা যুদ্ধে লড়াই করা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যেই লিখেছেন এই খোলা চিঠিটা। সেখানে তিনি লিখেছেন, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে পরিষ্কার যে, আমরা অভূতপূর্ব এক স্বাস্থ্য সঙ্কটের মধ্যে দিয়ে চলেছি। আগামী কয়েকদিনে এর ব্যাপকতা আরও বাড়বে। আমরা তাই আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকে বলেন, ক্রীড়াবিদরা চাপের মধ্যে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেন। সত্যিটা হল, আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন যা ভালবাসি, সেটা করি। আর আমরা একটা খেলায় অংশ নিই মাত্র। নিউজিল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ২৮৩ জন। যদিও মৃতের সংখ্যা শূন্য। তবুও করোনা ঝুঁকিতে রয়েছে দেশটি। করোনাযুদ্ধের আসল সৈনিকদের উদ্দেশে উইলিয়ামসন লিখেছেন, প্রাণ বাঁচিয়ে তোলাই হল সত্যিকারের চাপ। প্রতিদিন ব্যক্তিগত সুরক্ষাকে অন্যের ভালোর জন্য প্রশ্নের মুখে ফেলাই হল চাপ। এই গুরুদায়িত্ব শুধুমাত্র সেরা মানুষরাই বহন করতে পারে। যারা বৃহত্তর ভালোকে সবার আগে রাখতে পারেন। তবে আমরা জানি, গোটা দেশের সমর্থন পিছনে থাকলে কতটা ভাল লাগতে পারে। সেই কারণেই জানাচ্ছি যে আপনারা মোটেই একা নন। পুরো দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আমরা এই সময়কে পার করে আসতে পারব। আর তার পিছনে আপনাদের অবদানই প্রধান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JkC2MV
March 27, 2020 at 04:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top