ক্যানবেরা, ১৭ মার্চ - একটা সময় ওয়ানডেতেই ডাবল সেঞ্চুরিকে মনে করা হতো দুঃসাধ্য। ব্যাটসম্যানদের দিন এসে পড়ায় সেই ডাবল সেঞ্চুরি এখন আর বিরল কিছু নয়। তাই বলে টি-টোয়েন্টিতেও কি কারও পক্ষে দুইশ করা সম্ভব? অসম্ভব বলে মনে করছেন না ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারের মতে, টি-টোয়েন্টিতে সবার আগে একজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি পেতে পারেন এবং তিনি একজন ভারতীয়। নিশ্চয়ই এখন অনেকে কিছুটা আন্দাজ করতে পারছেন, ব্র্যাড হগ কার কথা বলছেন। হ্যাঁ, তিনি হলেন ভারত তথা বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। ওয়ানডেতে এখন পর্যন্ত ৮টি ডাবল সেঞ্চুরি দেখেছে বিশ্ব ক্রিকেট। কিন্তু টি-টোয়েন্টিতে একটিও হয়নি। সম্ভবনা যে কখনও তৈরি হয়নি, এমন নয়। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের এক ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। এটিই এখন পর্যন্ত এই ফরমেটে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। এই ফিঞ্চই ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু স্বদেশি এই ব্যাটসম্যানকে ছেড়ে হগ টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে বেছে নিয়েছেন ভারতের রোহিত শর্মাকে। হগ বলেন, এই মুহূর্তে আমি মনে করি, রোহিত শর্মাই একমাত্র খেলোয়াড় যিনি এটা (টি-টোয়েন্টিতে ডাবল) করতে পারেন। কেননা তার স্ট্রাইকরেট ভালো, টাইমিং এবং মাঠ জুড়ে ছক্কা মারার জায়গা বের করার ক্ষমতা দারুণ। প্রসঙ্গত, রোহিত শুধু ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরিই করেননি, ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটির (২৬৪) মালিকও ভারতীয় এই ওপেনার। এছাড়া টি-টোয়েন্টি ফরমেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে তার, এই ফরমেটে করেছেন ৪টি সেঞ্চুরি। সূত্র : যুগান্তর এন এইচ, ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IQva9X
March 17, 2020 at 04:38AM
17 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top