ঢাকা, ০৯ মার্চ- করোনাভাইরাসের প্রভাবে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলো কাতার-২০২২ বিশ্বকাপ এবং চীন-২০২৩ এশিয়া কাপ বাছাই রাউন্ড-২ এর বাংলাদেশের সবগুলো ম্যাচ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আজ (সোমবার) মার্চ ও জুনের নির্ধারিত বাছাই পর্বের ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে। ২৬ মার্চ বাংলাদেশের পরের ম্যাচটি ছিল সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া ৩১ মার্চ দোহায় কাতারের বিরুদ্ধে, ৪ জুন ঢাকায় ভারতের বিরুদ্ধে এবং ৯ জুন ঢাকায় ওমানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো ছিল। তবে ফিফা ও এএফসি সংশ্লিষ্ট দেশগুলোর ওপরও কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। দুই দেশ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচ খেলতে চাইলে নির্ধারিত তারিখেই খেলতে পারবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ওই দুই দেশকে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে বাফুফে এ অবস্থায় ম্যাচ চালিয়ে না যাওয়ার পক্ষে। তাই সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফেও। তাৎক্ষণিক ব্রিফিংয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, করোনাভাইরাসের কারণে এএফসি জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TSbxmO
March 09, 2020 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top