ক্লাব ছেড়েছেন অনেক দিন হলো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কি চাইলেই এই রিয়াল মাদ্রিদকে ভুলে যেতে পারবেন? যে ক্লাবের সঙ্গে এত স্মৃতি, এত এত রেকর্ড, সেই ক্লাবের মায়া কি করে ছাড়বে পর্তুগিজ যুবরাজকে? রোনালদো এখন আর রিয়াল মাদ্রিদের কেউ নন। জুভেন্টাসই তার ঘর-বাড়ি। তবে পুরোনো ক্লাবের এল ক্লাসিকো লড়াইটি সান্তিয়াগো বার্নাব্যুতে বসে উপভোগ করার সুযোগটি আর মিস করলেন না তিনি। ইতালিতে করোনাভাইরাসের শঙ্কায় বাতিল হয়েছে সিরিআর ডার্বি ডিইতালিয়া। আর এই সুযোগে স্প্যানিশ ক্যাপিটালে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে আসেন রোনালদো। ইতালি থেকে রোনালদোর স্পেনে উড়ে আসার ঘটনাটি ঘটে অনেকটাই নীরবে। সমর্থক ও গণমাধ্যমকে এড়িয়ে পৌঁছে যান বার্নাব্যুর ভিআইপি গ্যালারিতে, ম্যাচের সময় এক পর্যায়ে ক্যামেরায় ধরা পড়ে পর্তুগিজ যুবরাজের মুখটি। মাঠে বসেই রিয়াল আর বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করেছেন জুভেন্টাস তারকা। গ্যালারি ছেড়েছেন হাসিমুখে। তার পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদ যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যাচে! ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের ৯ বছরের ক্যারিয়ার ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। দীর্ঘদিন পর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন, তবে সেটা দর্শক হয়ে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ThTUhf
March 03, 2020 at 04:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top