মুম্বাই, ২৫ মার্চ - অমাবস্যার কালো দিনে ভাইরাস বেশি ছড়ায়। এসময় ভাইরাস- ব্যাকটেরিয়াসহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। এমন একটি টুইট করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সেই টুইট নিয়ে রাজ্যের বিতর্ক হয়ে গেল। বাধ্য হয়ে টুইটটি মুছে দিলেন বিগ বি। মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন করা হয়েছে ভারতজুড়ে। রোববার দেশটিতে পালন করা হয় জনতা কারফিউ। তবু তার মাঝে জরুরি পরিষেবা দিচ্ছেন অনেকেই। তাদের জন্য পাঁচ মিনিট হাততালি দেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। ভিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। সঙ্গে ছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাইও। জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি টুইট করেন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়াসহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর, ঘণ্টা কিংবা হাততালি ওই সব ব্যাকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে। এই টুইটের পর অনেকে প্রশ্ন তোলেন অমিতাভ বচ্চন কীভাবে এ ধরনের টুইট করতে পারেন! নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের টুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন। এন এইচ, ২৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JaVY4L
March 25, 2020 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন