নিউইয়র্ক, ৩০ মার্চ- নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার জো ডিফি করোনা সংক্রমণের শিকার হয়ে মারা গেছেন। রবিবার যুক্তরাষ্ট্রের টেনেসিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। খবরটি নিশ্চিত করে গায়কের পাবলিসিস্ট। মৃত্যুর দুই দিন গ্র্যামী জয়ী ডিফি জানান, করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার দেখাশোনা করছেন। ভক্তদের এই সংক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর ওকলাহোমার তুলসায় জন্মগ্রহণ করেন জো ডিফি। কান্ট্রি মিউজিকের ক্ষেত্রে তার নাম আমেরিকার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল নব্বই দশকে। এই হিটমেকারের পাঁচটি সিঙ্গেল টপ চার্টের এক নম্বরে ছিল- হোম, বিগার দেন দ্য বিটলস, ইফ দ্য ডেভিল ড্যান্সড, থার্ড রক ফ্রম দ্য সান ও পিকআপ ম্যান। শেষবার টপ টেন হিটে এসেছেন ২০০১ সালে। এ তালিকায় তিনি মোট বিশবার আসেন। এ ছাড়া টপ ফোরটিন চার্টে ডিফির গান স্থান পেয়েছে অনেকবার। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ১৩। জো ডিফির মৃত্যুর খবরে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেক শিল্পী সোশ্যাল মিডিয়ায় প্রয়াতের প্রতি সম্মান জানিয়েছেন। ব্যক্তি ও শিল্পী হিসেবে জো ডিফি কেমন ছিলেন সেই কথা উঠে এসেছে এই সব লেখায়। সূত্র : পিপল ডটকম এম এন / ৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3auL5Hh
March 30, 2020 at 06:25AM
30 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top