লন্ডন, ২৯ মার্চ - বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। রীতিমত ভয়াবহ অবস্থা এখন পর্যন্ত। সহসাই এর থেকে উত্তরণের উপায় পাওয়া যাচ্ছে না। মৃত্যপুরী হয়ে গেছে ইতালি, স্পেনের মতো কয়েকটি দেশ। যুক্তরাজ্যের অবস্থাও খুব একটা ভালো নয়। প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছেন। এখন পর্যন্ত প্রাণ গেছে ৭৫৯ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৪ হাজার। এমন পরিস্থিতিতে যেখানে ঘরের বাইরে যাওয়া কঠিন, খেলাধুলার তো প্রশ্নই উঠে না। ফুটবল, টেনিসসহ অন্যান্য সব খেলা বন্ধ হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) আগামী ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট স্থগিত করেছে। তবে এর মধ্যেই অন্যরকম সুর ইসিবির। এবার তারা বলছে, মাঠে ক্রিকেট ফেরানোর চেষ্টা চলছে। সে চেষ্টার অংশ হিসেবে মাঠে করোনাভাইরাস চেকপয়েন্ট এবং আইসোলেশন পয়েন্ট বসানো হবে। রুদ্ধদ্বার ম্যাচ হতে পারে, সেক্ষেত্রে দর্শকরা প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি গার্ডিয়ান-এর সঙ্গে এক সাক্ষাতকারে ইসিবির ইভেন্ট পরিচালক স্টিভ এলওর্থি জানান, তারা রুদ্ধদ্বার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন। চলতি বছর ঘরের মাঠে বেশ কয়েকটি আন্তজার্তিক সিরিজ রয়েছে ইংল্যান্ডের। পূর্ণ সফরে খেলতে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের। এরপর ইংলিশদের ঘরে সীমিত ওভারের সিরিজ আছে অস্ট্রেলিয়া আর আয়ারল্যান্ডের বিপক্ষে। এলওর্থি জানালেন, ম্যাচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট যাদের উপস্থিত থাকা দরকার হবে, তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে তবেই পরিকল্পনা সাজাবেন তারা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QUIKNQ
March 29, 2020 at 03:18AM
29 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top