নয়াদিল্লী, ০৩ মার্চ - সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার। গণমাধ্যমের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ বেশ কয়েকজন এসিসি সদস্য করোনাভাইরাসের আতঙ্কে সেই সভায় যোগ দিতে রাজি হননি। ফলে স্থগিত করা হয়েছে সভাটি। ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের দায়িত্ব নেয়া সৌরভের গতকালই (রোববার) এই সভায় যোগ দিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা করার কথা ছিল। কিন্তু আরব আমিরাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর শুনে সেই সফর বাতিল করেছেন সৌরভ। দুবাইয়ে যেতে রাজি হননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানও। দুবাইয়ের এই সভায় আগামী এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা করার কথা ছিল। আগামী মাসে পাকিস্তানে এশিয়া কাপের পরবর্তী আসর। কিন্তু ভারত সেখানে খেলতে রাজি না হওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের নাম উঠে আসছে। সেটাই চূড়ান্ত হওয়ার কথা ছিল এসিসির সভায়। যদিও এই সভাটি পুরোপুরি বাতিল হয়নি স্থগিত হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মার্চের শেষের দিকে এই সভা আয়োজন করার কথা রয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সংযুক্ত আরব আমিরাতে। এখন পর্যন্ত রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২১ জনের বেশি রোগী পাওয়া গেছে সেখানে। তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cp9Bef
March 03, 2020 at 02:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top