নিউ ইয়র্ক, ১২ মার্চ - দীর্ঘ লড়াইয়ের পরে বড় সাফল্যের মুখ দেখল #MeToo আন্দোলন। হলিউডে আনুষ্ঠানিকভাবে শাস্তির মুখে পড়লেন এক প্রযোজক। সেখানে #MeToo আন্দোলনের জন্মদাতা এবং ধর্ষক প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে ২৩ বছরের কারাবাসের সাজা শোনালো নিউ ইয়র্কের আদালত। এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে এসেছিলেন ৬৭ বছরের হার্ভে। ১১ মার্চ সাজা শোনানো হবে বলেই আগেই জানিয়েছিল আদালত। এর আগে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি হার্ভেকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউ ইয়র্কের আদালত। এর পরই তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় কর্তৃপক্ষ। সেদিনই জানানো হয়েছিল কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে ৬৭ বছর বয়স্ক হলিউডের একদা এই প্রভাবশালী এই প্রযোজকের। অবশেষে সেটি হলো ২৩ বছরের। বিশ্বজুড়ে তৈরি হওয়া #MeToo ঝড় প্রথম উঠে হার্ভে ওয়েনস্টেইনকে ঘিরেই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তার প্রতিবাদ সাহস জুগিয়েছিল বাকিদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটা জয়ী এই প্রযোজকের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরাও আছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে শেক্সপিয়ার ইন লাভ, দ্য কিংস স্পিচ, পাল্প ফিকশন -এর মতো বিখ্যাত সিনেমার প্রযোজক। নিজের এই ক্ষমতা অপব্যবহার করেই বহু মহিলার সঙ্গে ওয়েনস্টাইন অশ্লীল আচরণ করেছে বলে অভিযোগ। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নবাগতদের হোটেল রুমে ডাকত সে। সেখানে তাদের নানাভাবে হেনস্থা করতেন তিনি। গত ৬ জানুয়ারি হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউ ইয়র্কের আদালতে। সোমবার মামলার রায় ঘোষণা করেছে জুরি বোর্ড। ২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে হার্ভে ওয়াইনস্টাইনকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত। তবে যৌন আঘাতের গুরুতর অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। সুত্র : জাগো নিউজ এন এ/ ১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W52py4
March 12, 2020 at 07:56AM
12 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top