ঢাকা, ১০ মার্চ - ক্রিস্টোফার এমপোফুর করা শেষ ওভারের প্রথম বলেই লংঅফ বাউন্ডারি দিয়ে অনায়াসেই এক ছক্কা হাঁকালেন বাঁ-হাতি ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকার। সে ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে লংঅন এবং মিডউইকেটের ওপর দিয়ে আবারও ছক্কা হাঁকান সৌম্য। শেষ ওভারে তিন ছক্কার সুবাদে বাংলাদেশ পেয়ে যায় ২০০ রানের পুঁজি। একইসঙ্গে ছুঁয়ে ফেলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কায় নিজেদের রেকর্ড। ২০১৮ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের দেয়া ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচে ১২টি ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। লিটন দাস ৫টি ও মুশফিকুর রহীমের ৪ ছক্কার মারে টাইগারদের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়তে সাহায্য করেছিলো ওই ম্যাচে। এতদিন ধরে সেটিই ছিল এককভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তবে সেই রেকর্ডকে যুগ্মভাবে বানিয়ে দিলেন লিটন দাস ও সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও এক ডজন ছক্কা মেরেছে বাংলাদেশ। ভাগ বসিয়েছে নিজেদেরই রেকর্ডে। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অসাধারণ সমাপ্তি টানেন সৌম্য। এর আগে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই স্কয়ার লেগ দিয়ে ওভার বাউন্ডারির সূচনা করেন লিটন দাস। এ দুই তরুণের ব্যাট থেকেই এসেছে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। যার সুবাদে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো ২০০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ইনিংসের সূচনা করতে নেমে লিটন খেলেছেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। যেখানে ছিলো পাঁচ চারের সঙ্গে তিনটি দর্শনীয় ছয়ের মার। তামিম-লিটনের ৯২ রানের জুটি ভাঙার পর তিন নম্বরে এসেছিলেন সৌম্য। খেলেছেন শেষপর্যন্ত। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে মাত্র ৩২ বলে ৬২ রান করার পথে চারটি চারের বিপরীতে পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এ বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান। এর বাইরে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও মিডলঅর্ডারের নির্ভরতা মুশফিকুর রহীম দুইটি করে ছক্কা হাঁকালে বাংলাদেশের মোট ছয়ের সংখ্যা দাঁড়ায় ১২-তে। এর বিপরীতে চার এসেছে ১৩টি। তবে ২০১৮ সালে যেবার ১২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ, সেই ইনিংসে চার হয়েছিল ১৬টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলীয় সর্বোচ্চ সংগ্রহ ২১৫/৫ - বনাম শ্রীলঙ্কা (২০১৮) ২১১/৪ - বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮) ২০০/৩ - বনাম জিম্বাবুয়ে (২০২০) ১৯৩/৫ - বনাম শ্রীলঙ্কা (২০১৮) ১৯০/৫ - বনাম আয়ারল্যান্ড (২০১২) সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cMXWpy
March 10, 2020 at 02:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top