কলকাতা, ২৫ মার্চ - করোনা সংক্রমণের আশঙ্কায় লকডাউন জারি গোটা রাজ্যে। এবার কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের আদালতগুলোর ক্ষেত্রেও বড়োসড়ো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ২৫ তারিখ বুধবার থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত। গ্রহণযোগ্যতার বিচারে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলারই শুনানি হবে আগামী ১ এপ্রিল ও ৮এপ্রিল, এই দুই দিন। মঙ্গলবার হাইকোর্টের তরফে রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, দেশ তথা রাজ্যের সংকটজনক অবস্থায় আগামী 9 এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালতগুলো। তবে জরুরি কিছু মামলা শোনার জন্য বসবে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এবং সিঙ্গল বেঞ্চে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি আইপি মুখোপাধ্যায় বসবেন ১ এপ্রিল ও ৮ এপ্রিল। দিলীপের মুচমুচে মন্তব্যই কি রাজ্য বিজেপির জনপ্রিয়তার বড়ো কারণ? পাশাপাশি, বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, রাজ্যের নিম্ন আদালতের জেলা বিচারকদের বলা হয়েছে জরুরী মামলা শোনার জন্য বিচারক ও পুলিশ কোর্টের ম্যাজিস্ট্রেটদের পরিবর্তিত পদ্ধতিতে দায়িত্ত্ব ভাগ করে দিতে হবে। এবং জলপাইগুড়ি ও আন্দামানে হাইকোর্টের দুটি সার্কিট বেঞ্চও বন্ধ থাকছে। এন এইচ, ২৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QK3Mi7
March 25, 2020 at 04:49AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন