কলকাতা, ০৩ মার্চ - আগামী মাসেই কলকাতা কর্পোরেশন সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটের সম্ভাবনা। তার আগে জনসংযোগ জোরদার করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকায় নেতাকর্মীদের রোজ দুটো করে চায়ের দোকানে গিয়ে বসার টাস্ক দিয়েছেন তিনি। দিদিকে বলোর পর তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি হল বাংলার গর্ব মমতা। সোমবার তার আনুষ্ঠানিক সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এই উপলক্ষ্যে নেতাজি ইন্ডোরে আয়োজিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আরও নম্র হতে হবে। বিনয়ী হতে হবে। মানুষের কাছে যেতে হবে। নিজেদের অহঙ্কার থাকলে তা ভেঙে গুঁড়িয়ে গরিব মানুষকে কাছে টেনে নিতে হবে। এদিন মমতা দলের উদ্দেশ্য বলেন, কোনও লবি করার দরকার নেই। এখানে একটাই লবি জোড়াফুল। কাজ করলে টিকিট একশো শতাংশ নিশ্চিত। দলীয় শৃঙ্খলা না মানায় মালদহ জেলার তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে মমতা বলেন, প্রয়োজন হলে নতুন নেতৃত্ব তৈরি করে নেব। নেতাজি ইন্ডোরে বিজেপির সঙ্গে নিজের দলের তুলনা টেনে তৃণমূল সুপ্রিম বলেন, ঔদ্ধত্য যেন না থাকে। কীসের ঔদ্ধত্য? আজ আছি, কাল নেই। তারপরই বিজেপির নাম না করে তিনি বলেন, আমরা কেউ যেন কেন্দ্রের সকারের নেতাদের কাছ থেকে ঔদ্ধত্য, অহঙ্কার না শিখি। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ০৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VFic6o
March 03, 2020 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন