ক্যানবেরা, ৩১ মার্চ - অনেক জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার পরে ঠিক করা হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের দিনক্ষণ। আগামী জুনের শুরুতে অস্ট্রেলিয়া আসবে- এমন আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে সারাবিশ্বে। বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। বাংলাদেশ সফরের আরও দুই মাস বাকি থাকলেও, অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন কোনো সম্ভাবনা দেখছেন না এই সফরটি হওয়ার। সার্বিক পরিস্থিতি বিবেচনায়ই এমন মূল্যায়ন পেইনের। অসি অধিনায়ক বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ সফর হবে, বিশেষ করে জুন মাসে। আর এটা বলার জন্য নিশ্চয়ই আইন্সটাইন (বিখ্যাত বিজ্ঞানী) হতে হবে না। তবে সিরিজ বাতিল হোক বা পিছিয়ে দেয়া হোক- এখনই এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কিন্তু এখানে দুইটি টেস্ট খেলা হবে এবং তা না হলে আমরা খুব মিস করবো। তিনি আরও যোগ করেন, আমার মনে হয়, হয়তো কিছু সিরিজ বাতিল হবে, কিছু হয়তো সামনে এগুবে অথবা কিছু সিরিজ হয়তো স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেতে হবে। আর খুব সম্ভবত টেস্ট চ্যাম্পিয়নশিপের সব খেলা শেষ করার জন্য টানা পাঁচ সপ্তাহও মাঠে থাকা লাগতে পারে খেলোয়াড়দের। এসময় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমের প্রশংসা করেন অসি অধিনায়ক। জানান এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা আয়োজনের জন্য এমন পয়েন্ট সিস্টেমই দরকার ছিলো, যা কি না খেলোয়াড়রাও সাদরে গ্রহণ করেছে। অসি অধিনায়কের ভাষ্যে, আমি মনে করি, খেলোয়াড়রা এই পয়েন্ট সিস্টেমটা খুব উপভোগ করছে। কারণ প্রত্যেকটা ম্যাচই এখানে খুব গুরুত্বপূর্ণ। যেখানে আপনি একটি শিরোপার জন্য খেলে যাচ্ছে। আমি মনে করি, সব খেলোয়াড়রা এটাই চাইবে যে, যেকোনো মূল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা শেষ করা হোক। তবে আবারও বলছি, কয়েকটা টেস্ট ম্যাচের চেয়ে আরও কঠিন পরিস্থিতি এখন সারাবিশ্বে। কিছু টেস্ট মিস করলেও সেটা আমাদের তেমন ক্ষতি করবে না। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের নির্ধারিত সূচি চারদিনের প্রস্তুতি ম্যাচ : জুনের প্রথম সপ্তাহ (তারিখ জানানো হবে) প্রথম টেস্ট ম্যাচ : ১১-১৫ জুন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দ্বিতীয় টেস্ট ম্যাচ : ১৯-২৩ জুন, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R0i91U
March 31, 2020 at 10:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top