ইসলামাবাদ, ০১ মার্চ - দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির বলেছেন, যদি শহীদ আফ্রিদিকে দল থেকে বাদ দেয়া হয় তাহল আমি দেশে ফিরে চলে যাব। আফ্রিদি একজন কিংবদন্তি ক্রিকেটার সে এখনও মাঠে চিতাবাঘের মতো। তিনি একাদশে সুযোগ পাবেন না তা হতে পারে না। ৩৯ বছর বয়সেও হাতের ইনজুরি নিয়ে দুরুন্ত গতিতে ক্রিকেট খেলছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন কিংবদন্তি এ ক্রিকেটার। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তান সফরে এসে অসাধারণ পারফর্ম করছেন ইমরান তাহির। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২৭ রানে ২ উইকেট শিকার করেন ইমরান তাহির। তার দল মুলতান সুলতান জয় পায় ৩০ রানে। ম্যাচ শেষে ইমরান তাহির বলেন, আপনি যখন ম্যাচ জিতবেন তখন দেখবেন সবাই আপনার শুভাকাঙ্ক্ষি। আর যখন হেরে যাবেন তখন আপনি খুঁজে পাবেন যে আপনার আসল বন্ধু এবং সতীর্থ কারা। শনিবারের জয়ে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুলতান সুলতান। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। সূত্র : যুগান্তর এন এইচ, ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TulbvI
March 01, 2020 at 03:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top