সিলেট, ০২ মার্চ - ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে ডোনাল্ড তিরিপানোর হাফভলি ডেলিভারিতে মিডউইকেট দিয়ে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লিটন দাস। সেঞ্চুরি পূরণ হওয়ার পরই ঠিক করেন হাত খুলে খেলার। সেই তিরিপানোরই করা ৩৬তম ওভারে হাঁকান তিন চার। পরের ওভারে মাধেভেরকে পাঠান সীমানার ওপারে। লিটনের ব্যক্তিগত সংগ্রহ তখন ১০৫ বলে ১২৬ রান, বাংলাদেশের ইনিংসের বাকি ছিলো আরও ৮২টি বল। আশাবাদী অনেকের মনের কোণেই উঁকি দিচ্ছিল, পুরো ৫০ ওভার খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ রান করতে পারবেন লিটন। অন্তত তার ব্যাটিংয়ের ধরনেই মিলছিল সেই আভাস। কিন্তু বাঁধ সাধে ইনজুরি। মাধেভেরকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে সীমানার ওপারে পাঠানো শটে বল যখন আকাশে, তখন হাঁটু গেড়ে পিচে বসা লিটন। শট শেষ করে ওঠার মুহূর্তে টান অনুভব করেন ডান পায়ের গোড়ালির আশপাশে। সেই বলের ঠিকানা ওভার বাউন্ডারি হলেও, দলের জন্য যেনো দুঃসংবাদই বয়ে আনে সেটি। কেননা এই ছক্কার পরই মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে লিটনকে। ফলে শেষ হয়ে যায় বড়কিছুর সম্ভাবনা। আশাবাদী ভক্ত-সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা ২০০র আশা করলেও, উইকেটে থাকা অবস্থায় লিটন একবারও ভাবেননি তিনি ডাবল সেঞ্চুরি করতে পারবেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, (দুইশ করবো) এরকম কোনো চিন্তাই ছিল না। হয়তো ২০০র চিন্তা ছিলো না, তবে ক্যারিয়ারে কখনও কি ডাবল সেঞ্চুরি করার কথা ভাবেন? অথবা সেই স্বপ্ন দেখেন লিটন? উত্তরে পাল্টা আরেক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, স্বপ্ন দেখা তো ভালো। তবে দেখুন ভাই, আমি সেঞ্চুরিই করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কোথা থেকে করব? বাস্তবতায় থাকা উচিত। যে মানুষ আমি ৫০-৬০ করতে পারি না, ১০০ করতে পারি না, সে মানুষ কিভাবে ডাবল সেঞ্চুরি করব? এতদিন ধরে লিটনের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি ছিলো একটি। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে করা ১২১ রানের ইনিংস। আজ সেটিকেও ছাড়িয়ে গেছেন তিনি, খেলেছেন ১২৬ রানের নান্দনিক ইনিংস। এ ইনিংস খেলার পথে লিটনের ভাবনায় ছিলো, অন্তত ৩০ ওভার উইকেটে টিকে থাকা। লিটনের ভাষ্যে, আমার এখন ব্যাপারটা হলো, আমি জানি যে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে হলে অন্তত ৩০ ওভার ব্যাট করতে হবে। মাথায় ছিল সেটিই যে ৩০ ওভার পর্যন্ত স্বাভাবিক ক্রিকেট খেলব, আগবাড়িয়ে কিছু করব না। এক-দুই রান নেবো, মারার বল পেলে কাজে লাগাব। প্রথম লক্ষ্যই ছিল ৩০ ওভার খেলা। শুরুতে নার্ভাস তো ছিলামই, কিন্তু পরে থিতু হওয়ার পর ঠিক করেছি যে ৩০ ওভার পর্যন্ত টানব। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uFNgIa
March 02, 2020 at 02:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top