সিলেট, ০৩ মার্চ - ক্রিকেটারদের দেখার পর আমার একটা উপলব্ধি হলো, আমরা যখন ওপরের দিকে থাকি তখন শুধু ওপরের কথাই ভাবি। আর যখন খারাপ সময় আসে তখন পুরোপুরি হতাশায় ডুবে যাই। কোচিং স্টাফে রাসেলকে (ডোমিঙ্গো) নিয়ে আমি চেষ্টা করি, খেলোয়াড়দের আবেগের মাত্রা ঠিক রাখতে। সেটা হোক তারা পারফর্ম করছে বা না করছে- বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে নিজের পর্যবেক্ষণের কথা জানাতে গিয়ে এভাবেই বলছিলেন দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। ভালোর সময় অনেক ভালো আর খারাপের সময় অনেক খারাপ- খালি চোখে এটি এক ধরণের সমস্যাই বটে। তাহলে এর সমাধানের উপায় কী? এই অবস্থা থেকে বের হওয়ার জন্য কী করছেন বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যরা?- ম্যাকেঞ্জির কথার সুত্র ধরেই আসে এসব প্রশ্ন। জবাবে ম্যাকেঞ্জি জানান, এটি আসলে কোনো সমস্যা নয়। মূলতঃ বিশ্বের সব খেলায়ই এমনটা হতে পারে, দেখুন, এটা আসলে তেমন কোনো সমস্যা নয়। আর যদি সমস্যা বলতেই হয়, তাহলে এটা সত্যি বলতে, বিশ্বের সব খেলাধুলারই একটা সমস্যা, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের নয়। বিশ্বের সকল ক্রীড়া ব্যক্তিত্বকেই এটা পার করে যেতে হয়। এ সময় বিষয়টি আরও ভালোভাবে বোঝানোর জন্য ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের উদাহরণ টানেন টাইগারদের ব্যাটিং কোচ। টানা ৪৪ ম্যাচ জেতা লিভারপুল তলানির দল ওয়াটফোর্ডের কাছে হেরে যাওয়াটাও যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত- সেটিই মনে করিয়ে দেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, আপনি যদি লিভারপুলের কথাই ধরেন, তারা লম্বা সময় ধরে (টানা ৪৪ ম্যাচ) কোনো ম্যাচ হারেনি; কিন্তু হুট করেই নিচের সারির একটা দল (ওয়াটফোর্ড) তাদের ৩ গোল দিয়ে দিল। আমাদের আসলে বুঝতে হবে, এটা ক্রিকেট। যেখানে করার চেয়ে বলাটা অনেক সহজ। তাহলে এর সমাধান কী? ম্যাকেঞ্জির মতে, আপনার ব্যক্তিত্ব কিন্তু স্কোরবোর্ডে ফুটে উঠবে না। রান করতে হবে আপনাকে। একইসঙ্গে আপনাকে ভালো টিমম্যান হতে হবে, আবার সেঞ্চুরিও হাঁকাতে হবে। সকল আন্তর্জাতিক ক্রিকেটারকেই এটি মেনে খেলতে হয়। কোচ বা টিম ম্যানেজম্যান্টের অংশ হিসেবে আমরা চেষ্টা করি খেলোয়াড়দের আবেগের বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখতে। একজন পরিপক্ক ক্রিকেটার হিসেবে এমন পন্থা খুঁজে বের করতে হবে, যেটা আপনার কাজে লাগে। কারণ ক্রিকেটে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। সবারই নিজেদের একটা ধারা থাকে, আমরা কোচরা শুধু চেষ্টা করি সেটিকে সহজ রাখতে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38jIKNe
March 03, 2020 at 03:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top