মেলবোর্ন, ২ মার্চ- হতাশায় শেষ হল বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের বিদায়ী ম্যাচে সালমা খাতুনের দল ২৭ বল বাকি থাকতে ৯ উইকেটে হেরে গেছে। বিশ্বকাপে লঙ্কান মেয়েদের এটাই সবচেয়ে বড় জয়। এ গ্রুপের ম্যাচে মেলবোর্নে সোমবার ভোরে টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯১ রানে থামে। এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয় তুলে নেয় ১৫.৩ ওভারে। লঙ্কান বোলিং অলরাউন্ডার শশীকলা সিরিবর্ধনে তার বিদায়ী ম্যাচে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। বাংলাদেশের হয়ে যা একটু লড়াই করেছেন নিগার সুলতানা। ৪৫ বলে ৫টি চারের মারে ৩৯ রান করেন তিনি। বাকিরা প্রায় এসেছেন আর বিদায় নিয়েছেন। দশ দলের টুর্নামেন্টে দুই গ্রুপে পাঁচটি করে দল খেলছে। এ গ্রুপে সবার নিচে থেকে শেষ করতে হল বাংলাদেশকে। চার ম্যাচের চারটিতেই হারতে হয়েছে মেয়েদের। ভারত এই গ্রুপের শীর্ষে। সবগুলো ম্যাচেই জয় পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে দুই জয় তাদের। সমান ম্যাচে সমান জয় নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। এক জয় নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা। আর/০৮:১৪/০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I6S0Kd
March 02, 2020 at 07:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top