২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তবে নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না মেসি। বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা যাবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা আর ইন্টার মিলানের লতারো মার্টিনেজ। আলবিসেলেস্তেরা আগামী ২৬ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে বুয়েন্স আয়ার্সে। এর পাঁচদিন পর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ লা পাজে। সেই ম্যাচটিতে থাকবেন মেসি। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে মেসিকে দেখা গেছে গত নভেম্বরে ব্রাজিল এবং ইকুয়েডরের বিপক্ষে। সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়সূচক গোলটি করেন তিনি। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচেও দলকে বাঁচান শেষ মুহূর্তের লক্ষ্যভেদে। আর্জেন্টিনা স্কোয়াড গোলরক্ষক : হুয়ান মুসো ডিফেন্ডার : নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, রেনজো সারাভিয়া, জার্মান পেজেলা, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বেলের্দি মিডফিল্ডার : গুইদো রদ্রিগেজ, এক্সেকুয়েল প্যালাসিও, রবার্তো পেরেইরা, রদ্রিগো ডি পল, মার্কোস আকুনা, লিওয়েন্দ্রো পেরেদেস, নিকোলাস ডমিঙ্গোয়েজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লুকাস ওকামপস, লুকাস আলারিও, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vPyKyn
March 12, 2020 at 02:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন