কলকাতা, ২৩ মার্চ - গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। ভারতেও ইতিমধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৫। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কলকাতাতেও ইতিমধ্যে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি রাখা হয়েছে বেলেঘাটা আইডি এবং এসএসকেএম সহ একাধিক সরকারি হাসপাতালকে। এবার কলকাতার স্কুলেও বাড়তি সতর্কতা। কোনও দরকার ছাড়া কোনও পড়ুয়ার স্কুলে আসার প্রয়োজন নেই, অভিভাবকদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সাউথ পয়েন্ট কতৃপক্ষ। করোনা আতঙ্কে কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত। সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ হাজার পড়ুয়া রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন ক্লাসের পড়ূয়াদের রেজাল্ট দেওয়া থেকে একগুচ্ছ কর্মসূচি ছিল। সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে খুব প্রয়োজন ছাড়া কাউকে স্কুলে আসার প্রয়োজন নেই বলেও সাউথ পয়েন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি একগুচ্ছ সতর্কতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে ওয়ার্কশপ করানো হয়। আগামীদিনে আরও কয়েকটি ওয়ার্কশপ করার কথা ছিল। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। করোনা ভাইরাস এখন আর মহামারি নয়, বিশ্ব মহামারির তকমা পেয়েছে। চিন, ইতালি, ইরানকে গ্রাস করেছে শুধু তাই নয়, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার বেড়ে দাঁড়িয়েছে ৭৫। বৃহস্পতিবার কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোট সংখ্যা ৭৫, এমনটাই জানিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। কালাবুরগির যে ব্যাক্তির মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন। ব্যক্তিকে পরীক্ষা করলে তাঁর শরীরে কোভিড ১৯ ভাইরাসটি ধরা পড়েছে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী। দিল্লিতে এখনও পর্যন্ত ছয়জনের মধ্যে করোনা ভাইরাস পসিটিভ প্রমানিত হয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশে এখনও অবধি ১০ জনের মধ্যে করোনা ভাইরাস পসিটিভ প্রমাণিত হয়েছে। কর্ণাটকে মোট পাঁচজন, মহারাষ্ট্রে ১১ জন এবং লাদাখে ৩ জন, করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছে। পাশাপাশি, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাডু, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাবে একজন করে আক্রান্ত হয়েছেন। কেরলে ১৭ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যার মধ্যে তিনজনকে গতমাসে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী, ৭৫ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যাদের মধ্যে ১৭ জন বিদেশি। ১৭ জনের মধ্যে ১৬ জন ইতালিয়ান এবং একজন কানাডিয়ান বলেই জানা গিয়েছে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39LU9Hq
March 13, 2020 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top