লন্ডন, ০২ মার্চ - পপ স্টার লেডি গাগার অকপট স্বীকারোক্তি। যিনি একটা সময়ে দিনে ৪০টার বেশি সিগারেট খেতেন, আজ তিনি একটাও আর ছুঁয়ে দেখেন না। কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন লেডি গাগা? খোলসা করলেন তিনি নিজেই। Apple Music-এর নিউ মিউজিক ডেইলিতে জেন লো-এর সঙ্গে একটি সাক্ষাত্কারে লেডি গাগা বলেন, এখন আর একেবারেই ধূমপান করি না। কিন্তু একটা সময় ছিল যখন সারাদিনে ৪০টার বেশি সিগারেট খেতাম। তবে ধূমপান ছাড়াটা মোটেই সহজ ছিল না আমার জন্যে। যাঁরা ধূমপান কখনও করেননি তাঁরা বুঝবেন না ধূমপানের অভ্যেস ছাড়া কতটা কষ্টের হতে পারে। ভবিষ্যতে আর কোনও দিন ধূমপান করব না আমি। আমি প্রভু যিশুকে দেখতে পেয়েছি। প্রসঙ্গত, গত সপ্তাহেই তাঁর ষষ্ঠ স্টুডিয়ো অ্যালবামের প্রথম গান Stupid Love প্রকাশ্যে আনেন লেডি গাগা। অ্যালবামটির নাম অথবা মুক্তির তারিখ অবশ্য এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। সুত্র : এই সময় এন এ/ ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32Fr7X6
March 02, 2020 at 08:26AM
02 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top