দিসপুর, ২০ মার্চ- আসামের সন্দেহভাজন করোনায় আক্রান্ত এক ব্যক্তি পালিয়ে যাচ্ছিলেন কোয়ারেন্টিন থেকে। পরে ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করে তাকে। এনডিটিভি বলছে, আসামের ওই ব্যক্তি কেরালার এক রেস্টুরেন্টে কাজ করতেন। সেখানেই দুবাই ফেরত একজনের সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হয়।এরপর কোয়ারেন্টিনে যেতে বলা হয় তাকে। কিন্তু সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। পুলিশ জানায়, কেরালার ওই রেস্টুরেন্টের সকল কর্মীকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিলো। কিন্তু তাদের মধ্য থেকে তিনজন পালিয়ে যান। তাদেরই একজন উদ্ধারকৃত ওই ব্যক্তি। মূলত কেরালা পুলিশের পক্ষ থেকে আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তির বিষয়ে বলা হয় যে, তাকে পাওয়া না গেলে বিপদ হতে পারে। এরপরই তার ফোন ট্র্যাক করে পাকড়াও করা হয়েছে। পুলিশ জানায়, ট্রেনের যে কামরায় ওই ব্যক্তি উঠেছিলেন সেখানে জীবাণুমুক্ত করা হলেও অন্য যাত্রীদের আলাদা করা যায়নি। তবে উদ্ধারকৃত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিগগিরই ফলাফল জানা যাবে। তাকে আবারও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর/০৮:১৪/২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WqudgC
March 20, 2020 at 12:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top