কলকাতা, ০৪ মার্চ - করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে সুলতান আজলান শাহ কাপ হকি। জাপান, চিন এবং ইটালির ঘরোয়া লিগের সমস্ত ফুটবল ম্যাচ আপাতত স্থগিত। ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের তাজিকিস্তান সফর বাতিল করা হয়েছে। রীতিমতো অনিশ্চিত অলিম্পিক এবং শুটিং বিশ্বকাপ। খেলার মাঠে এ হেন দাপট দেখানোর পর এবার কী আইপিএলেও থাবা বসাবে এই মারক ভাইরাসটি? বিসিসিআই বলছে, এখনই তেমন কোনও আশঙ্কার কথা ভাবা হচ্ছে না। আইপিএল যথাসময়েই হবে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলছেন, এখনও আইপিএলে করোনার প্রভাব নিয়ে তেমন আলোচনাই হয়নি। আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএল (IPL)। টুর্নামেন্ট চলবে ২৪ মে পর্যন্ত। মেগা এই টুর্নামেন্টে খেলতে আসবেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। আর করোনা রীতিমতো ছোঁয়াচে রোগ। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে। তাছাড়া ২২ গজে ইতিমধ্যেই করোনার প্রভাব পড়তে শুরু করেছে। নোবেল করোনা ভাইরাসের (Coronavirus) ভয়ে আগামী শ্রীলঙ্কা সফরে একে অপরের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাহলে, এই পরিস্থিতিতে আইপিএলের ভবিষ্যৎ কী? এপ্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, এখনই আইপিএলের উপর কোনও সংকট নেই। তবে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আবার করোনা আতঙ্কে একেবারেই বিচলিত নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইপিএল বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। এ নিয়ে এখনও আলোচনাই হয়নি। আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ আছে ভারতের। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ওই সিরিজও যথাসময়েই হবে। নির্ধারিত সূচি মেনেই ভারতে আসছেন প্রোটিয়ারা। উল্লেখ্য, গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও থাবা বসাতে শুরু করেছে নোবেল করোনা ভাইরাস। আগ্রা, তেলেঙ্গানা, জয়পুর ও দিল্লি থেকে আক্রান্ত হওয়ার খবর এসেছে।। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা আক্রান্তের খবর এসে পৌঁছনোর পর পশ্চিমবঙ্গেও একদিনে প্রায় ৩৫০ জনকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ পর্যন্ত বিশ্বে প্রায় ৩১০০ মানুষের প্রাণ গিয়েছে এই ভাইরাসের কবলে। গোটা বিশ্বে আক্রান্ত প্রায় ৯০ হাজার। সুত্র : সংবাদ প্রতিদিন এন এ/ ০৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39qEhd6
March 04, 2020 at 07:15AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.