নয়াদিল্লী, ২৯ মার্চ - ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর নিজে থেকেই বিশ্রামে চলে গিয়েছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেনাবাহিনীর পোশাক পরে কাশ্মীরে সেনা টহলেও অংশ নিয়েছেন বেশ কিছুদিন। দীর্ঘ বিরতি ভেঙে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও ভারতীয় ক্রিকেটের নীতি নির্ধারক এবং বোর্ডের পক্ষ থকে বারবার বলা হচ্ছিল, এবারের আইপিএলে পারফরম্যান্স দেখেই তবে ধোনিকে জাতীয় দলে ফেরানো হবে। তিনি নিজেও এই আশায় ছিলেন যে, আইপিএলের পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাবেন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, ধোনির সম্ভবত আর জাতীয় দলেই ফেরা হচ্ছে না। করোনাভাইরাসের কারণে তার জাতীয় দলে ফেরাটাই অনিশ্চিত হয়ে গেছে। কারণ, যে টুর্নামেন্টে পারফরম্যান্স করে ফেরার আশা করেছিলেন, সেই টুর্নামেন্ট করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ধোনির ফেরাটাও হয়ে পড়েছে অনিশ্চিত। ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করছেন, জাতীয় দলে ধোনির প্রত্যাবর্তনের আশাও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে ভারতের সাবেক অধিনায়ক ভাল পরাফরম্যান্স তুলে ধরলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার কথা ভাবা হচ্ছিল। হার্শা বলছেন, আমার মনে হচ্ছে, ভারতীয় দলে ধোনির ফেরার আশা আর নেই বললেই চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধোনির কথা আর ভাবা নাও হতে পারে। হার্শা ভোগলে বলেন, চেন্নাই সুপার কিংসের হয়ে সেরাটা তুলে ধরার জন্য মরিয়াই ছিল ধোনি। কারণটা খুবই সহজ। গত বছরও ধোনি নিজেকে নিংড়ে দিয়েছিল। গতবার আইপিএলের লিগ পর্বের শেষের দিকের কয়েকটি ম্যাচে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ছিলাম আমি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সাধারণত তিন-চার মিনিটের হয়; কিন্তু ধোনি এলে তা সাত থেকে নমিনিটের হয়ে যেত। ধোনি কথা বলতে শুরু করলে ওকে থামানোই যেত না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yi81LF
March 29, 2020 at 02:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top