করোনাভাইরাস আতঙ্কে এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। জোর দাবী তোলা হচ্ছে মৌসুমের বাকি ম্যাচগুলোও আপাতত স্থগিত রাখার জন্য। তবে আয়োজকদের মাথায় ভিন্ন চিন্তা। তারা বের করেছে অভিনব এক পদ্ধতি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইপিএলের ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর সংকটময় সময় উত্তরণের জন্য পরিকল্পনা সাজানো হয়েছে। যা (বৃহস্পতিবার) থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যা কার্যকর হলে নির্ধারিত সূচিতেই চলবে মৌসুমের সব ম্যাচ। যেহেতু করোনাভাইরাস বেশি ছড়ায় জনসমাগমের মধ্যে। তাই ইপিএলের ম্যাচগুলো দর্শকশুন্য গ্যালারিতে রুদ্ধদ্বার অবস্থায় আয়োজন করা হবে। যাতে করে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়ানো যায়। কিন্তু এটি হলে যারা আগেই কিনে রেখেছে সব ম্যাচের টিকিট, তাদের কী হবে? তাদের জন্য কি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে? নাকি থাকবে বিশেষ ব্যবস্থা?- উত্তর পরেরটা। যারা এরই মধ্যে ইপিএলের ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করে ফেলেছেন, তারা নিজেদের ঘরে বসেই বিশেষ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখতে পারবেন। করোনার দ্রুত প্রসার ঠেকাতে শুধু ফাঁকা গ্যালারিই নয়, কোনো পাব অথবা ক্লাবেও খেলা দেখানো যাবে না বলে জানাচ্ছে আয়োজকরা। এমনকি প্রতি শনিবার ইপিএলের জন্য স্থানীয় সময় দুপুর ৩টায় যে ব্রডকাস্টিং সূচি ছিলো, তাও বাতিল করা হবে। তবে চড়া মূল্যে সম্প্রচার স্বত্ব কেনা ব্রডকাস্টারদেরও হতাশ করা হবে। প্রতি রোববার ও সোমবার মধ্যাহ্ন ও চা পানের বিরতির সময় যেকোনো একটি বড় ম্যাচ তারা টিভিতে সরাসরি সম্প্রচার করতে হবে। এছাড়া আই ফলো স্ট্রিমসের মাধ্যমে ক্লাবের নিবন্ধিত সমর্থকরা ম্যাচগুলো দেখতে পারবেন। এ সিদ্ধান্তগুলো অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালে এ ব্যবস্থা নেয়া হবে বলে জানা গিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে ইংল্যান্ডে। এছাড়া করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা এখন ৪৫৬। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IIQ5vK
March 13, 2020 at 02:53AM
13 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top