নয়া দিল্লী, ৪ মার্চ- মাত্র ১৮ ম্যাচের ক্যারিয়ার। তাতে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসলেন ভারতের শেফালি ভার্মা। অস্ট্রেলিয়ায় চলতি নারী ক্রিকেট বিশ্বকাপে তুমুল ফর্মে আছেন শেফালি। এক, দুই ধাপ নয়, ঊনিশ ধাপ উন্নতি নিয়ে র্যাঙ্কিং শীর্ষে অবস্থান নিলেন ষোলো বছর বয়সী এই ক্রিকেটার। ভারতীয় নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা শেফালির রেটিং পয়েন্ট ৭৬১। তার থেকে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডে সুজি বেটস। ষোলো বছর ৩৬ দিন বয়সী শেফালি এখন পর্যন্ত খেলেছেন ১৮টি টি-টোয়েন্টি। দুই অর্ধশতকসহ ২৮.৫২ গড়ে রান করেছেন ৪৮৫। চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১৬১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তিন নম্বরে। রোলারদের মধ্যে র্যাঙ্কিংশীর্ষে আছেন ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টোন। সেরা অলরাউন্ডার সোফি ডিভাইন। আর/০৮:১৪/০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3atkERA
March 04, 2020 at 11:05AM
04 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top