কলকাতা, ২২ মার্চ - করোনা আতঙ্কের আগে শহরে বিগত বেশ কিছু জায়গায় একাকী বৃদ্ধ-বৃদ্ধা খুনের ঘটনায় তৎপর হয়েছিল কলকাতা পুলিশ। রাজ্য সরকারের আনা প্রণাম প্রকল্পে প্রবীণদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের জন্য খোলা হয়েছিল হেল্পলাইন নম্বর। এবার করোনা আতঙ্কেও শহরের প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ালো কলকাতা পুলিশ। প্রবীনদের সাহায্যার্থে কলকাতা পুলিশের তরফে চালু হল হেল্পলাইন নম্বর ৷ শনিবার ট্যুইটারে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, অনেক শহরবাসী বর্তমানে বিদেশে আছেন, যাঁদের বয়স্ক আত্মীয়রা কলকাতায় একা রয়েছেন। অনুরোধ, যে কোনও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা পাশে থাকব যথাসাধ্য। প্রসঙ্গত, ইতালির ক্ষেত্রেও দেখা যাচ্ছে ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনায় মৃত্যুর সংখ্যা বেশি৷ কলকাতায় বহু প্রবীণ নাগরিক রয়েছে, যাঁদের সন্তান কিংবা নিকট আত্মীয় বিদেশে থাকেন৷ তাঁরা একাই বাস করেন৷ এই ধরনের প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশের কমিশনাল অনুজ শর্মা একটি হেল্পলাইন চালু করেছেন৷ সেটি হল, ৯৮৩০০৮৮৮৮৪৷ এর আগেও কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল আজকাল বহু বৃদ্ধ বৃদ্ধাই একা থাকেন, যাঁদের ছেলেমেয়েরা হয়তো শহরের বাইরে পড়াশোনা বা কাজ করেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের প্রণাম প্রকল্পে। তবে এই প্রকল্প সম্পর্কে এখনও ওয়াকিবহল নয় অনেকেই। তাই প্রকল্পকেই আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণদের সাহায্যের জন্য ১০০-র সঙ্গে আরও একটি হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। ৯৮৩০০৮৮৮৪-এই নম্বরে ফোন করলেই তৎপর সাহায্য পাবেন প্রবীণরা। জানিয়েছে কলকাতা পুলিশ। এন এইচ, ২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WFvEIh
March 22, 2020 at 03:14AM
22 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top