সিডনি, ১৩ মার্চ - করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ (শুক্রবার) থেকে মাঠে গড়াতে যাওয়া ওয়ানডে সিরিজের ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পুরোটাই দর্শকশূন্য গ্যালারিতে রুদ্ধদ্বার অবস্থায় খেলবে অসিরা। শুধু তাই নয়, চলতি মাসের শেষদিকে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ এখন পড়ে গেছে অনিশ্চয়তায়। তবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখা যাবে। টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়নি সিএ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ভবিষ্যৎ সিরিজগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বোর্ড। ওয়ানডে সিরিজটি রুদ্ধদ্বারে করার সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘণ্টা আগেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সফর পরে আদৌ হবে কি না সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে সিডনিতে শুক্রবার ও রোববার এবং পরে হোবার্টে আগামী শুক্রবার খেলবে অস্ট্রেলিয়া। এ তিন ম্যাচের কোনোটিতেই দর্শক সমাগমের অনুমতি দেয়া হয়নি। এছাড়া স্বাভাবিক সূচিতেই চলবে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ আসর শেফিল্ড শিল্ড। লিগের ফাইনাল রাউন্ড শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। পরে ফাইনাল ম্যাচটি হবে পূর্ব নির্ধারিত সূচি অর্থাৎ ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলার পর বেশ কিছুদিন অবসর পাবে অসিরা। তাদের পরবর্তী আন্তর্জাতিক সূচি দুই মাস পরে। আগামী জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তারা। এরপর আবার জুলাইয়ে যাবে ইংল্যান্ড। তবে এর আগে চলতি মাসের শেষদিকে হতে যাওয়া আইপিএলেও অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারকে দেখা যেতে পারে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xzvPu5
March 13, 2020 at 05:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন