সিলেট, ০১ মার্চ - ২০১৯ সালের ৫ জুলাই, লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন সর্বশেষ ম্যাচ। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে। কিছুটা ইনজুরি, কিছুটা রাজনীতি কিংবা কখনো কখনো বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ না থাকার কারণে লম্বা সময় ধরে মাঠে নামা হয়নি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। অবশেষে সাত মাসের লম্বা বিরতি বাদ দিয়ে এবার মাঠে নামছেন মাশরাফি। তবে, তিনি এমন একটা সময়ে মাঠে নামছেন, যখন আলোচনায় তার অবসর। ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে এটাই হতে যাচ্ছে তার শেষ সিরিজ। তবে এটাই মাশরাফির শেষ সিরিজ কি না তা নিয়ে এখনও আলোচনা রয়েছে। অধিকাংশেরই মত, এটাই কিন্তু শেষ সিরিজ নয়। হতে পারে, অধিনায়ক হিসেবে এটাই তার শেষ সিরিজ। কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজই হচ্ছে মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ সিরিজ। এই সিরিজের পরই নতুন অধিনায়ক নিয়োগ করা হবে। কিন্তু বিসিবি সভাপতির ঘোষণার পরও আলোচনার বিষয়বস্তু এটাই মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ সিরিজ নয়। এমনকি মাশরাফি নিজেই আজ সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের আলোচনাটা ঝুলিয়ে দিলেন। বলে দিলেন, অধিনায়কত্ব বোর্ডের সিদ্ধান্ত। আমার ভাবনার বিষয় নয়। রোববার দুপুর আড়াইটায় সিলেটের লাক্কাতুরা চা বাগানের পাশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা খুব একটা নেই। আলোচনা কেবলই মাশরাফিকে নিয়ে। সবারই মুখে মুখে ঘুরছে- এটাই কি তবে মাশরাফির শেষ সিরিজ? নাকি অধিনায়ক হিসেবে শেষ সিরিজ? নাকি এই সিরিজের পরও খেলা চালিয়ে যাবেন মাশরাফি? এই প্রশ্নের উত্তর জানা যাবে জিম্বাবুয়ে সিরিজ শেষেই। বাংলাদেশ দলও দীর্ঘদিন ওয়ানডে সিরিজ খেলেনি। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কায় গিয়ে জুলাইতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তামিম ইকবালের নেতৃত্বে। ওই সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে এসেছিল টাইগাররা। এরপর আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং ভারত ও পাকিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলা হলেও ওয়ানডে সিরিজ হয়নি। যার ফলে দল হিসেবেও প্রায় সাত মাস পার প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এ কারণে, জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভার ম্যাচের এই সিরিজটাও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলেও এই সময়ের মধ্যে এসেছে অনেক পরিবর্তন। সাকিব আল হাসান নেই। সাইফউদ্দিন ফিরেছেন ইনজুরি থেকে। মোহাম্মদ নাইম (শেখ), পেসার হাসান মাহমুদ- এমন অনেক পারফরমারই দলে রয়েছেন এখন। সুতরাং, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ যতটা না দল হিসেবে গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ মাশরাফিকে নিয়েও। শেষ পর্যন্ত অপেক্ষা, সিরিজের ফল এবং মাশরাফির ভবিষ্যৎ কি দাঁড়ায়, তা নিয়ে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39cgkWT
March 01, 2020 at 02:18AM
01 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top