ঢাকা, ১০ মার্চ - দুপুর গড়িয়ে বিকেল নামতেই শোনা গেল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার সাথে কথা বলবেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসের ব্রেকে মিডিয়ার সামনে আসবেন বিসিবি বিগ বস। ধারণা করা হচ্ছিল, আগামী ১৮ মার্চ এআর রহমানের কনসার্ট ও ২১-২২ মার্চ বিশ্ব একাদশ আর অবশিষ্ট এশিয়া একাদশের দুই টি-টোয়েন্টি ম্যাচ নিয়েই কথা বলবেন নাজমুল হাসান পাপন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা বলেননি। আজ সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ইনিংস শেষ হওয়া মাত্র শেরে বাংলার প্রেস বক্স প্রায় খালি হয়ে গেল। সাংবাদিকদের ৯০ ভাগ প্রেস বক্স থেকে চলে গেলেন বিসিবি কার্যালয়ের নীচে। কিন্তু বিসিবি মুখপাত্র ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিলেন, নাহ আজ মিডিয়ার সাথে কথা বলবেন না বোর্ড প্রধান। কেন বলবেন না? তা নিয়েই রাজ্যের জল্পনা-কল্পনা। গুঞ্জন। একাংশের ধারনা, এখন পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের কাছ থেকে নেতিবাচক কোন খবর আসেনি। তাই সোজা সাপটা বললে বিসিবির আয়োজন মানে এআর রহমানের কনসার্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আপাততঃ স্থগিত করার কোন নির্দেশ আসেনি ওপরের মহল থেকে। আবার অন্য পক্ষে বলছে অন্য কথা। তাদের দাবি, বিসিবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের কাছ থেকে অন্যসব বৃহৎ জনসমাগম আপাততঃ স্থগিতের নির্দেশই শেষ কথা নয়। এর বাইরে বিসিবির চোখ ভারত আর দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আইপিএলের ওপর স্থির হয়ে আছে। প্রসঙ্গতঃ আগামী ১৫ মার্চ ভারতে শুরু হচ্ছে প্রোটিয়া ও ভারতীয়দের সিরিজ। এরপর মার্চের একেবারে শেষ দিকে শুরুর কথা রয়েছে আইপিএলের। ওই দুই আসর যদি ঠিক ঠাকমত হয়, তাহলে বিসিবিও কনসার্ট আর টি টোয়েন্টি ম্যাচ আয়োজনের চিন্তা ভাবনা করছে। এমন কথা কোন বোর্ড পরিচালক মুখ ফুটে বলেননি। তবে ভিতরে খোঁজা নিয়ে জানা গেছে বোর্ডের উচ্চ পর্যায়ের চিন্তা ভাবনা অমনই। অর্থাৎ ভারত আর দক্ষিন আফ্রিকা সিরিজ যদি অনুষ্ঠিত হয় এবং আইপিএলও যদি যথাসময় মানে এপ্রিলে মাঠে গড়ায় , তাহলে বাংলাদেশেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর আয়োজন বহাল রাখার চিন্তা ভাবনা আছে। অবশ্য পাশাপাশি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের নির্দেশিকাও মাথায় আছে। থাকবেও। বলার অপেক্ষা রাখে না, সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে। সারাবিশ্বের অনেক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কিছু বিমান বন্দরে এসেছে নানারকম নিষেধাজ্ঞা। বাংলাদেশেও মিলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগির দেখা। আর তাই জনস্বাস্থ্যর কথা চিন্তা করে এরই মধ্যে সতর্ক জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষউদযাপন পরিষদ। এরই মধ্যে বড় সড় জনসমাগম সাময়িকভাবে স্থগিতও করা হয়েছে। আগামী ১৭ মার্চ ন্যাশনাল প্যারেড স্কোয়ারে যে উদ্বোধনী অনুষ্ঠান হবার কথা ছিল, সেটাও আপাততঃ স্থগিত করা হয়েছে। এখন দেখার বিষয় বিসিবির যে আয়োজন শেষ পর্যন্ত যথা সময়ে হয় কিনা? সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q0Qz4g
March 10, 2020 at 02:34AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.