ঢাকা, ০৮ মার্চ - শনিবারটা তাহলে শনির দশা হয়েই থাকলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের বড় দলগুলোর জন্য। এক শনিবারে খসে পড়লো তিন বড় দলের নামের সামনে থেকে অপরাজিত শব্দটি। বিকেলে কুমিল্লায় বসুন্ধরা কিংসকে প্রথম হারের স্বাদ দিয়েছে মোহামেডান, ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাবকে প্রথম হারের স্বাদ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং রাতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে প্রথম হারের স্বাদ দিয়েছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরা হারার পর মুচকি হেসেছিলেন আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তারা। রাতে তাদের মুখের হাসি উবে যায় প্রথম হারে। শিরোপা প্রত্যাশি শীর্ষ দুই দল এক দিনে পূর্ণ পয়েন্ট হারানোয় দুই দলের অবস্থান থাকলো আগের মতোই। আগের ম্যাচে মোহামেডানের জালে ৪ গোল দিয়ে নিজেদেও শক্তিমত্তার পরিচয় দিয়েছিল আবাহনী। তিন দিনের ব্যবধানে সেই দল হেরেই গেলো অপেক্ষাকৃত কম শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর কাছে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরই অনুমিত হয় রাতটা হয়তো ভালো কাটবে না আবাহনীর। হয়েছেও তাই। ৬৩ মিনিটে আইভরিকোস্টেও দিদিয়ের চার্লস গোল কওে এগিয়ে দেন চট্টগ্রাম আবাহনীকে। বাকি সময়ে ম্যাচে তো ফিরতেই পারেনি আবাহনী, উল্টো ইনজুরি সময়ে নাসিরুলের দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। দুর্দান্ত এ জয়ে চট্টগ্রাম আবাহনী প্রথমবারের মতো বসলো পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে আবাহনী, সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংসের সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে চট্টলার দলটি। শনিবার অবশ্য উল্টো কপাল খুলেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। এই প্রথম দলটি দেখলো জয়ের মুখ। দুই ড্র ও দুই হারের পর পঞ্চম ম্যাচে এসে তারা হারালো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। শনিবার সিলেট জেলা স্টেডিয়াম সাইফুল বারী টিটুর দল জিতেছে ২-০ গোলে। গোল করেছেন রাফায়েল ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রাসেল। মুক্তিযোদ্ধা ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cG88QQ
March 08, 2020 at 02:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top