কলকাতা, ২৭ মার্চ - প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এর থাবা পড়েছে পশ্চিবঙ্গেও। করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার থাবায় অর্থনৈতিক ব্যবস্থাও পড়েছে হুমকির মুখে। লকডাউন থাকায় দেশটির মানুষ এখন গৃহবন্দী। এ পরিস্থিতিতে সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের দুই মাসের পেনশন অগ্রিম দেয়ার কথা ঘোষণা দিয়েছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকারের সব দফতরের পেনশনভোগীরা এপ্রিল ও মে মাসের পেনশন অগ্রিম পাবেন৷ ইতোমধ্যে সব দফতরে চিঠি পৌঁছে গেছে৷ এর জন্য ১ হাজার ১৬৪ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। করোনায় বিপর্যস্ত রাজ্যবাসীকে সাহায্যের যথাসাধ্য চেষ্টা করছেন মমতা। একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি৷ নিজে খতিয়ে দেখছেন সার্বিক পরিস্থিতি৷ হাসপাতালগুলোতে পরিদর্শন করছেন তিনি৷ মানুষকে রাস্তায় নেমে সচেতন করছেন৷ ভিনরাজ্যে আটকে থাকা বাঙালি শ্রমিকদেরও সাহায্যের জন্য ১৮টি রাজ্যের রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন মমতা৷ প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ভারতজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯৪ জনে। এছাড়া ভারতে সবমিলিয়ে করোনায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এন এইচ, ২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Uznm1O
March 27, 2020 at 05:48AM
27 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top