ঢাকা, ১৩ মার্চ - আগেরবার আকাশি হলুদ জার্সি গায়ে চেপে খেললেও অধিনায়কের তকমা গায়ে মাখেননি। স্বেচ্ছায় মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করে নিজে সাধারণ ক্রিকেটারের মত খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। দুই দফায় বেশ কয়েক বছর আবাহনীতে খেলা দেশের শীর্ষ তারকা মাশরাফি আকাশি হলুদ শিবির ছাড়ার পর ক্লাবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন কান্ডারি মুশফিকুর রহীম। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও নির্ভরতার প্রতীক এবার কি আবাহনীর অধিনায়কত্ব করবেন? প্রাইম ব্যাংকে নাম লেখানো দেশসেরা ওপেনার তামিম ইকবালের কাঁধে বর্তাবে প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব? জাতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদকে কি এবার গাজী গ্রুপের নেতৃত্বে দেখা যাবে? ঐতিহ্যবাহী আরেক ক্লাব মোহামেডানের অধিনায়ক কে-আব্দুর রাজ্জাক নাকি শামসুর রহমান শুভ? বিশ্বজয়ী যুব দলের কেউ ১২ দলের কোন ক্লাবের নেতৃত্বে থাকছেন? এছাড়া দেশের শীর্ষ কোচদের কে কোন দলকে কোচিং করাবেন এবার? এমন অগনিত কৌতুহলী প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মুখে। সে সব কৌতুহলী প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, শীর্ষ তারকা মাশরাফি আগেরবারের মত এবারও অধিনায়কত্ব করবেন না। তার দল শেখ জামালের অধিনায়ক এবার নুরুল হাসান সোহান। ওদিকে জাতীয় দলের এক সময়ের বাঁহাতি স্পিনার-মোহাম্মদ রফিক আর পেসার তারেক আজিজ এবার শেখ জামালের কোচের ভূমিকায় থাকছেন। চ্যাম্পিয়ন আবাহনী মাঠে নামবে নির্ভরতার প্রতীক ও রানমেশিন মুশফিকুর রহীমের নেতৃত্বে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নিবেদিতপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজন এবারও এক ঝাঁক তারকার দল আবাহনীর কোচ। যদিও মুশফিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আবাহনী। তবে কোচ সুজন জানিয়ে দিয়েছেন, কোন বিকল্প নেই। মুশফিকই ক্যাপ্টেন। আনুষ্ঠানিকভাবে আমরা ১৪ মার্চ অধিনায়কের নাম ঘোষণা করব। এছাড়া আগেরবারের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জেরও কোচ বদল হয়নি। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ এবারও রূপগঞ্জের দৌণাচার্য্য। দলটির এবারের ক্যাপ্টেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম। এছাড়া প্রাইম ব্যাংক আর প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ, মোহামেডান, শাইনপুকুর আর খেলাঘর সমাজ কল্যাণেরও কোচ বদল হয়নি। প্রাইম দোলেশ্বরের ঘরের ছেলে বনে যাওয়া মিজানুর রহমান বাবুল এবারও দলের প্রশিক্ষক। অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজা। তবে হালকা ইনজুরির কারণে হয়তো প্রথম এক দুই ম্যাচ খেলা সম্ভব হবে না ফরহাদ রেজার। তার বদলে তখন মার্শাল আইয়ুব দল পরিচালনা করবেন বলে জানিয়েছেন কোচ বাবুল। বর্তমান সময়ে দেশীয় ক্রিকেটে অন্যতম সিনিয়র ও অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান এবারও প্রাইম ব্যাংকের প্রশিক্ষক। দেশসেরা ওপেনার তামিম ইকবাল প্রাইম ব্যাংকের এবারের অধিনায়ক। কয়েক বছর ধরেই গাজী গ্রুপ যার নিজের ঘর হয়ে গেছে, সেই মোহাম্মদ সালাউদ্দীন দলটির হেড কোচ এবারও। আর তাদের এবারের অধিনায়ক জাতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সভিত্তিক জাতীয় দলের হেড কোচের পাশাপাশি যিনি জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় থাকেন, সেই সোহেল ইসলাম এবারও মোহামেডানের কোচ। বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজই মোহামেডানের সম্ভাব্য ক্যাপ্টেন বলে জানা গেছে। অভিজ্ঞ ক্রিকেট যোদ্ধা রাজ্জাকের ওপরই আস্থা সাদা কালো শিবিরের কর্মকর্তা ও কোচ সোহেলের। খেলাঘর সমাজ কল্যাণেরও কোচ বদল হয়নি। বর্তমানে নারী বয়স ভিত্তিক দলের সাথে কাজ করা রুহুল খেলাঘরের প্রশিক্ষক। দলটির এবারের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ম্যানেজারের দায়িত্বে এবারও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালকেই দেখা যাবে। জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরও ঘর পাল্টাননি। গতবারের মত এবারও শাইনপুকুরের কোচের ভূমিকায় দেখা যাবে জাতীয় দলের এ সাবেক পেসার তালহাকে। দলটির এবারের নেতৃত্বে থাকবেন বিশ্ব যুব দলের অন্যতম সদস্য তৌহিদ হৃদয়। অন্যদিকে নবাগত ওল্ডডিওএইচএসের কোচ দুজন- নাসিরউদ্দীন ফারুক আর তারেক। আর অধিনায়ক তরুণ মোহাইমিনুল হক সৌরভ। জানা গেছে, গোপীবাগের ব্রাদার্সের এবারের অধিনায়ক ওপেনার মিজানুর রহমান মিজান। আর কমলা-কালো শিবিরের কোচ চট্টগ্রামের মোমিন। এছাড়া পারটেক্স গ্রুপেরও কোচ রদবদল হয়নি। রাজিন সালেহর ভাই নাঈম আগের মত এবারও পারটেক্সের প্রশিক্ষণে আছেন। অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, পারটেক্সের এবারের সম্ভাব্য অধিনায়ক হলেন তাসামুল হক। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aUrbFw
March 13, 2020 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top