কলকাতা, ০৩ মার্চ - বাবা মারা গিয়েছেন একবছরও হয়নি। ২৪ নভেম্বর ২০১৯ প্রয়াত হন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। সেদিক থেকে দেখলে মৃত্যুর ৬ মাসও হয়নি। তার মধ্যেই তাঁর কন্যা বসুন্ধরা গোস্বামী তৃণমূলে যোগ দিলেন। এই পরিস্থিতিতে আরএসপির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে গেল। কারণ আরএসপির পক্ষ থেকে তাঁকে দলে নেওয়ার কোনও তোড়জোড় দেখা যায়নি। সূত্রের খবর, আরএসপির শীর্ষ নেতা প্রয়াত হওয়ার পর থেকে সেভাবে দল পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। যা আঘাত হিসাবে লেগেছে পরিবারের কাছে। যে ক্ষিতি গোস্বামী দিনরাত এক করে পার্টি অফিযে পড়ে থাকতেন তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পর থেকে সম্পর্ক প্রায় ছিল না দল ও পরিবারের মধ্যে বলাই চলে। যদিও এই বিষয়ে দলের পক্ষ থেকে ঘটনা স্বীকার করতে চায়নি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার তৃণমূলের সভায় মমতা ব্যানার্জির উপস্থিতিতে বসুন্ধরা গোস্বামী তৃণমূলে যোগ দেন বলে খবর। ক্ষিতি গোস্বামীর কন্যা হলেও অতীতে বসুন্ধরা কখনও রাজনীতিতে যোগ দেননি। বসুন্ধরা তৃণমূলে যোগ দেওয়ায় আরএসপির রাজ্য নেতৃত্ব চাপে পড়ে গিয়েছেন। মুখে কুলুপ আঁটলেও দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর। সুত্র : আজকাল এন এ/ ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ier9fc
March 03, 2020 at 06:31AM
03 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top