ঢাকা, ০৬ মার্চ - তৃতীয় বিভাগে খেলার টিকিট আগেই পেয়েছিল মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। ক্লাবটির লক্ষ্য ছিল পাইওনিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েই মিশন শেষ করা। সে লক্ষ্য পূরণ হয়েছে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বাবার নামের এ ক্লাবটির। (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ২-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। ২১ মিনিটে জাফরউল্লাহ সারাফাতের গোলে এগিয়ে যায় ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। তবে মাত্র ৭ মিনিট পর তাদের সে উল্লাস থামিয়ে ম্যাচে সমতা আনে এফসি উত্তরবঙ্গ। ২৮ মিনিটে গোলটি করেন লিওন প্রধান। ৮৬ মিনিটে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসসের জয়সূচক গোলটি করেছেন জনি শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VQo6SC
March 06, 2020 at 02:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top