ঢাকা, ০৮ মার্চ - এক মাস আগে ঢাকায় এসেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড হার্নান বার্কোস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসির সাবেক এ সতীর্থকে। ইতিমধ্যে এ আর্জেন্টাইনের সঙ্গে চুক্তিও শেষ করেছে বসুন্ধরা কিংস। নিয়মিত অনুশীলন করেছেন দলের সঙ্গে। এখন অপেক্ষা মাঠে নামার। আর মাত্র চারদিন পর শেষ হচ্ছে অপেক্ষার পালা। ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের। ওই দিন বসুন্ধরা কিংসেরও অভিষেক হবে আন্তর্জাতিক ফুটবলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এ টুর্নামেন্টের জন্যই দলের শক্তি বাড়াতে আর্জেন্টিনা থেকে বার্কোসকে উড়িয়ে এনেছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকে ঘরোয়া ফুটবলেও বসুন্ধরা কিংসের জার্সি গায়ে খেলবেন এই আর্জেন্টাইন। মালদ্বীপের ক্লাবটি সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকায় এসে পৌঁছবে। বার্কোসের আর্জেন্টিনা দলে অভিষেক হয়েছিল ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ছাড়াও তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছেন প্যারাগুয়ে, পেরু, চিলি ও উরুগুয়ের বিরুদ্ধে। বাংলাদেশে তিনি প্রথম আসলেও এশিয়ায় প্রথম নয়। ২০০৯ সালে চাইনিজ সুপার লিগে সাংহাই সেনহুয়ায় খেলেছেন এই আর্জেন্টাইন। সেবার ১৪ ম্যাচে ১৪ গোল করে সবাইকে তাক লাগিয়েছিলেন বার্কোস। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W0HThU
March 08, 2020 at 02:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top