মুম্বাই, ৩০ মার্চ- ভারতজুড়ে করোনা সঙ্কটে বলিউড তারকারা শুধু সামাজিক মাধ্যমে ভক্তদের সচেতনতার বার্তা দিয়েই ক্ষান্ত থাকছেন না। এবার একের পর এক এগিয়ে আসছেন করোনা সঙ্কট মোকাবিলায় মাঠে কাজ করতে। ইতোপূর্বে অভিনেত্রী শিল্পা শেঠি, ভূমি পেড়নেকরসহ অনেক তারকাই আহ্বান জানিয়েছেন করোনা ভাইরাস মোকাবিলায় সামর্থবান সবাইকে এগিয়ে আসতে। দেশটির প্রধানমন্ত্রীও ক্ষুদ্রদান গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। ফলে যে যা পারছেন, সামর্থমতো তাই দান করছেন করোনা তহবিলে। অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২৫ কোটি রুপি দিয়েছেন। বলিউড সংশ্লিষ্ট ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান। ঋত্বিক রোশন সকল চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য এন-৯৫ এবং এফএফপি৩ মাস্ক কিনেছেন। টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার প্রধানমন্ত্রীর তহবিলে ১১ কোটি রুপি দিয়েছেন। তিনি মহারাষ্ট্র প্রদেশ সরকারের ত্রাণ তহবিলেও দিয়েছেন এক কোটি রুপি। অভিনেত্রী ভূমি পেড়নেকর দান করেছেন ওই তহবিলে। শিল্পা শেঠি প্রধানমন্ত্রীর তহবিলে ২১ লাখ রুপি দিয়ে বলেন, প্রতি বিন্দু জল নিয়েই সাগর গড়ে ওঠে। সবাই এগিয়ে আসুন। বরুণ ধাওয়ান ৩০ লাখ রুপি দান করে বলেন, আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। দেশ থাকলে, আমরাও থাকব। রিচা চাঢা, পূজা ভাট, বিদ্যা বালান, রিতেশ দেশমুখ, শ্রুতি হাসান এবং অন্যরাও তাদের ভক্তদের উৎসাহ দিচ্ছেন যেন সবাই দিনমজুরদের পাশে এসে দাঁড়ায়। এম এন / ৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33TSpcZ
March 30, 2020 at 07:03AM
30 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top