মুম্বাই, ২৮ মার্চ - বলিউডের সুপারস্টার ক্যাটরিনা কাইফ বাসন মাজছেন! কোনো সিনেমার দৃশ্যে নয়, বাস্তবে। লকডাউন ভারতে আপাতত ঘরে বসেই দিন কাটাচ্ছেন সবাই। অনেক তারকারা সামলাচ্ছেন ঘরের কাজ। করোনার প্রভাবে বিরাট সব তারকাদের ঘরের কাজ দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। সেই তালিকায় নাম লেখালেন ক্যাটরিনা। কদিন আগেই থালা বাসন ধোয়ার ভিডিও শেয়ার করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেল ঘর ঝাড়ু দিচ্ছেন এ নায়িকা। বঝাড়ু দেওয়ার ভিডিও পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, সকলেই বাড়িতে যে যার নিজের কাজ করছে। বাড়িতে আমি যখন ঝাড়ু দিচ্ছি, ছোটবোন ইসাবেলা সোফায় বসে কমেন্ট্রি করছে আর টিপস দিচ্ছে। সব মিলিয়ে অভিজ্ঞতা বেশ ভালোই। এদিকে ভিডিওতে ক্যাটকে ঝাড়ু দিতে দিতে মজা করে ঝাঁটা নিয়ে ব্যাটিং করতেও দেখা যাচ্ছে। যা দেখে হেসে ফেলেন বোন ইসাবেলা। ক্যাটরিনার পোস্ট দেখেই বেশ বোঝা যাচ্ছে, তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজ ভাগ করে নিয়েছেন। পরিচারিকার অনুপস্থিতিতে সকলে মিলে তারা বাড়ির কাজ ভাগ করে নিয়েছেন। ক্যাট যে শুধু নিজেই বাড়ির কাজ করছেন তা নয়, সকলকে বাড়ির কাজ করতে উৎসাহও দিচ্ছেন। এছাড়াও ক্যাটকে বাড়ির কাজের পাশাপাশি নিয়মিত অ্যাপার্টমেন্টের ছাদে গিয়ে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে। এন এইচ, ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bxFX5f
March 28, 2020 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top