রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো স্যাঞ্জের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারও দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন রিয়ালের আরেক সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মাদ্রিদের পোর্তা ডি হেইরো হাসপাতালে ভর্তি হয়েছেন মার্টিন। ২০০৬ সালে তিনি রিয়াল মাদ্রিদের অন্তবর্তীকালীন সভাপতি ছিলেন। গত শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস নিয়ে স্পেনের একটি হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো স্যাঞ্জ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মার্টিনেরও বয়স ৭২। করোনায় সত্তরোর্ধ্ব মানুষের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তাই মার্টিনকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে তার পরিবার এবং ভক্ত-সমর্থকরা। বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনা পেরেজ ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি পদে ছিলেন। তিনি পদত্যাগ করার পর অন্তবর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন মার্টিন। প্রায় দুই মাসের মতো সভাপতি পদে ছিলেন মার্টিন। এরপর ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে সভাপতির চেয়ারে বসেন রেমন কেলদেরন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3blM1h9
March 25, 2020 at 05:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন