চাগাড়ামাস, ১১ মার্চ - ক্রিকেট ছেড়েছেন প্রায় ১৩ বছর হতে চলল। তবে যে খেলাটা মিশে আছে রক্তে, সেটির বাইরে কি থাকা যায়? ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা তাই এখনও খেলা দেখেন, নজর রাখেন এখনকার প্রজন্মের ব্যাটসম্যানদের দিকেও। এখনকার প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে? কেউ বলবেন বিরাট কোহলির নাম, কেউবা স্টিভেন স্মিথ বা কেন উইলিয়ামসন। তবে ব্রায়ান লারার পছন্দের ব্যাটসম্যান কে জানেন? তাদের কেউই নন। লারার পছন্দের ব্যাটসম্যানও একজন ভারতীয়। কোহলি নন, তবে কি রোহিত শর্মা? কোহলির পর তো ভারতের সেরা ব্যাটসম্যান মনে করা হয় রোহিতকেই। কিন্তু লারার পছন্দের ব্যাটসম্যান মারকুটে এই ওপেনারও নন। তার পছন্দ লোকেশ রাহুলকে। ভারতীয় দলে এখনও জায়গাই পাকা হয়নি লোকেশের। অনেক সময়ই একাদশের বাইরে থাকতে হয়। তবে ডানহাতি এই ব্যাটসম্যানের খেলা দেখতে ভীষণ ভালো লাগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার। লারা বলেন, বিশ্বের মধ্যে বেশ কয়েকজন দারুণ ব্যাটসম্যান আছেন। স্টিভ স্মিথ আছেন, আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। তবে আমার পছন্দের ব্যাটসম্যান লোকেশ রাহুল। রাহুলকে কেন পছন্দ সেই ব্যাখ্যাও দিলেন লারা। সাবেক ক্যারিবীয় অধিনায়কের ভাষায়, সে একজন ক্লাস ব্যাটসম্যান। আমি বোঝাতে চাইছি, যখন আপনি কোনো খেলোয়াড়কে দেখতে চাইবেন, তার খেলাটা দেখবেন। তার টেকনিক দুর্দান্ত, আছে দারুণ আগ্রাসী স্পিরিটও। সে দারুণ একজন বিনোদনদায়ী ব্যাটসম্যান। এমন একজন, যার ব্যাটিং দেখতে ভালো লাগে। এটা খুব সহজ কথা। সে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান নয়। বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান, তবে আমি বলছি কার ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। কাউকে অসম্মান করছি না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vMORNb
March 11, 2020 at 03:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন