রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আপাতত আর খেলা নয়, ব্যবহার হবে দাতব্য স্টোর হিসেবে। বৃহস্পতিবার এই স্টেডিয়ামকে আপদকালীন সেবামূলক কাজে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। দেশের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের সঙ্গে যৌথ উদ্যোগে এটা করছে রিয়াল। করোনা পরিস্থিতি স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজারের অধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে ৫৬ হাজারের বেশি করোনা পজিটিভ। সারা বিশ্বেই খেলা বন্ধ। স্পেনে এই পরিস্থিতে খেলা হওয়ার প্রশ্নই ওঠে না। ১৫ দিনের লকডাউন করা হয়েছে পুরো দেশ, যেটার মেয়াদ আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে সান্তিয়াগো বার্নাব্যুকে দাতব্য স্টোর করার উদ্যোগ নিয়ে রিয়াল এক বিবৃতিতে বলেছে, মহামারি করোনার বিরুদ্ধে দুই সংস্থা একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের খালি জায়গা ব্যবহার করা হবে সাহায্য পাওয়া মেডিকেল সরবরাহ রাখার কাজে। যা কিছু পাওয়া যাবে সব স্প্যানিশ স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। যারা সরকারের তত্ত্বাবধানে সন্তোষজনক এবং কার্যকরভাবে এগুলো ব্যবহার করবে। এই জরুরি অবস্থায় এটা খুব দরকার। এছাড়া ক্লাবও প্রয়োজনীয় বস্তু এবং ব্যবসায়িক বিষয়গুলো, যেগুলো খেলার সঙ্গে সম্পৃক্ত, তেমন কিছু যদি দান করা যায়, সেটা আর্থিক হোক অথবা কোনো যন্ত্রাদি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করার চেষ্টা করবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WLRp9i
March 27, 2020 at 05:02AM
27 Mar 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top