আলীনগর রেলগেটে গ্যাস-সিলিন্ডারের দোকানে ককটেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলগেট সংলগ্ন মোড়ে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাতরা। রোববার দিবাগত রাত এক টার দিকে মো. ইউসুফের গ্যাস সিলিন্ডার দোকানের বন্ধ সাটারে ককটেল নিক্ষেপ করা হয়। এতে সাটার ফুটো হয়ে ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এদিকে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আলীনগর রেলগেট এলাকায় কিছু কিশোর গ্যাং নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এলাকায় এদের অত্যাচার দিনদিন বাড়ছে। এসব কিশোর গ্যাংদের শায়েস্তা করতে নিয়মিত পুলিশের টহল বাড়াবার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৩-২০


from Chapainawabganjnews https://ift.tt/33Gm4X6

March 23, 2020 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top