ঢাকা, ২৫ মার্চ - করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বই এখন অবরূদ্ধ। বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলাধুলা। বাংলাদেশ সরকারও দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের খেলা বন্ধ করেছে। দেশে চলমান খেলাধুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। লিগ কবে শুরু হবে? অনুশীলন কবে থেকে? এমন নানা প্রশ্ন পাচ্ছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। ভিন্ন ভিন্নভাবে সমর্থকদের প্রশ্নের জবাব না দিয়ে আবাহনীর কোচ একটি ভিডিওবার্তা আপলোড করেছেন তার ফেসবুক ওয়ালে। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন এ মুহূর্তে ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। সমর্থকদের উদ্দেশ্যে আবাহনীর কোচ বলেছেন, এখন ফুটবল গুরুত্বপূর্ণ নয়। আপনারা চিন্তা করবেন না। যখন সবকিছু নিরাপদ হবে, তখন আমরা ট্রেনিংয়ে ফিরবো। আমরা দলকে প্রস্তুত করবো। লিগ শুরু হলে মাঠে ফিরবো। সেটা কোনো সমস্যা হবে না। বতর্মানে বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে মারিও লেমস বলেন, দুর্ভাগ্যবশত মানুষ সাফার করছে, মানুষ মারা যাচ্ছে। মানুষ তাদের বাবা-মা, ভাই-বোনকে হারাচ্ছে। ব্যক্তিজীবনে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। সেটা ভালো সময়ে হোক কিংবা খারাপ সময়ে। আমি আপনাদেরও ইতিবাচক থাকতে বলবো। আমি সবাইকে অবশ্যই বাসায় থাকতে বলবো। এ মুহূর্তে সবচেয়ে জরুরি নিজেকে নিরাপদ রাখা উল্লেখ করে এই পর্তুগিজ বলেছেন,সবাই জানেন, আমি এ মুহূর্তে বাংলাদেশে আছি। এ সময়টা আমাদের কাজে লাগাতে হবে। ঘরে থাকতে হবে। সবাইকে সুরক্ষার মধ্যে থাকতে হবে, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে হবে। ঘর থেকে এই ভাইরাসরোধে কাজ করতে হবে আমাদের সবাইকে। ইউরোপ ও এশিয়ায় আমার পরিবার-বন্ধুরা আছে। আমি সবার কথা চিন্তা করছি। এই ভাইরাসের বিরুদ্ধে আমাকে লড়াই করে জিততেই হবে। আমরা ভাইরাসের চেয়েও বেশি শক্তিশালী। আশা করছি, দ্রুত সবকিছু স্বাভাবিক হবে। তখন আমরা আমাদের ভালোবাসার কাজটি করতে পারবো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33IRsnH
March 25, 2020 at 06:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top